নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় চুরি যাওয়া গরুসহ মো. শাহজাহান মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে স্থানীয় হাটে গরুটি বিক্রির সময় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গ্রেপ্তার যুবক উপজেলার আড়ালিয়া গৌরীপুর গ্রামের বাসিন্দা এবং খারনৈ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার মধ্যরাতে আড়ালিয়া গৌরীপুর গ্রামের জনৈক নুরুল ইসলামের গোয়াল থেকে একটি ষাঁড় গরু চুরি হয়। পরে এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটি কোথাও পাওয়া যায়নি। আজ বেলা ১১টার দিকে শাহজাহান (৩০) বারহাট্টার নৈহাটী হাটে একটি গরু বিক্রির জন্য নিয়ে যায়।
এ সময় নুরুল ইসলামের লোকজন তাকে হাতেনাতে আটক করে হাট কমিটির কাছে নিয়ে যায়। কমিটির লোকজন শাহজাহানকে গরুসহ আটক করে রাখে। পরে কলমাকান্দা থানায় খবর দিলে পুলিশ গিয়ে গরুসহ ওই যুবককে হেফাজতে নেয়।
নুরুল ইসলাম বলেন, ‘আমার একটি গাভি, একটি বকনা ও একটি ষাঁড় গরু আছে। গতকাল (রোববার) মধ্যরাতে ঘুম থেকে জেগে গোয়ালে গরু দেখতে গিয়ে দেখি গোয়ালে দুটি গাভি আছে, ষাঁড় গরুটি নেই। চিৎকার করে ডাকাডাকি করলে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু গরুর সন্ধান পাইনি। সকালে আমার লোকজন নৈহাটী হাটে গিয়ে দেখে গ্রামের শাহজাহান ওই গরুটি বিক্রি করার চেষ্টা করছে। বাজার লোকজনকে জানালে তারা এ বিষয়ে নিশ্চিত হয়ে গরুসহ শাহজাহানকে আটক করে রাখে।’
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, চান মিয়া খারনৈ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার ছেলে অপরাধ করেছে এ দায় তার। অপরাধী অপরাধীই সে যেকোনো দলের হতে পারে। এ জন্য তার বাবাও দায়ী নয়, দলও দায়ী নয়।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় শাহজাহানকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলের দিকে আদালতে পাঠানো হয়েছে।’
নেত্রকোনার কলমাকান্দায় চুরি যাওয়া গরুসহ মো. শাহজাহান মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে স্থানীয় হাটে গরুটি বিক্রির সময় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গ্রেপ্তার যুবক উপজেলার আড়ালিয়া গৌরীপুর গ্রামের বাসিন্দা এবং খারনৈ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার মধ্যরাতে আড়ালিয়া গৌরীপুর গ্রামের জনৈক নুরুল ইসলামের গোয়াল থেকে একটি ষাঁড় গরু চুরি হয়। পরে এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটি কোথাও পাওয়া যায়নি। আজ বেলা ১১টার দিকে শাহজাহান (৩০) বারহাট্টার নৈহাটী হাটে একটি গরু বিক্রির জন্য নিয়ে যায়।
এ সময় নুরুল ইসলামের লোকজন তাকে হাতেনাতে আটক করে হাট কমিটির কাছে নিয়ে যায়। কমিটির লোকজন শাহজাহানকে গরুসহ আটক করে রাখে। পরে কলমাকান্দা থানায় খবর দিলে পুলিশ গিয়ে গরুসহ ওই যুবককে হেফাজতে নেয়।
নুরুল ইসলাম বলেন, ‘আমার একটি গাভি, একটি বকনা ও একটি ষাঁড় গরু আছে। গতকাল (রোববার) মধ্যরাতে ঘুম থেকে জেগে গোয়ালে গরু দেখতে গিয়ে দেখি গোয়ালে দুটি গাভি আছে, ষাঁড় গরুটি নেই। চিৎকার করে ডাকাডাকি করলে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু গরুর সন্ধান পাইনি। সকালে আমার লোকজন নৈহাটী হাটে গিয়ে দেখে গ্রামের শাহজাহান ওই গরুটি বিক্রি করার চেষ্টা করছে। বাজার লোকজনকে জানালে তারা এ বিষয়ে নিশ্চিত হয়ে গরুসহ শাহজাহানকে আটক করে রাখে।’
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, চান মিয়া খারনৈ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার ছেলে অপরাধ করেছে এ দায় তার। অপরাধী অপরাধীই সে যেকোনো দলের হতে পারে। এ জন্য তার বাবাও দায়ী নয়, দলও দায়ী নয়।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় শাহজাহানকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলের দিকে আদালতে পাঠানো হয়েছে।’
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে