নজরুল বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের সভাপতি অর্না, সম্পাদক লুভনা

জাককানইবি প্রতিনিধি 
Thumbnail image
সভাপতি অর্না, সম্পাদক লুভনা। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নারী শিক্ষার্থীদের সংগঠন ‘উইমেন পিস ক্যাফে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী তানজুম মোস্তফা অর্না এবং সাধারণ সম্পাদক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোসা লুভনা আক্তার।

গতকাল বুধবার উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাসুদুর রহমান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) প্রতিনিধি দলের সদস্যরা কমিটির ঘোষণা দেন। এই কমিটির কার্যকাল আগামী ছয় মাস।

কমিটির কর্মকর্তারা হলেন-যুগ্ম সম্পাদক ইশরাক জাহান (অর্থনীতি বিভাগ), কোষাধ্যক্ষ তাসনিয়া হাসান ইভা (হিসাব বিজ্ঞান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগ), সাংগঠনিক সম্পাদক রেহনুমা তারান্নুম (তড়িৎ ও বৈদ্যুতিক প্রকৌশল বিভাগ), গবেষণা ও প্রকাশনা সম্পাদক শাইরা তাসনিম আনিকা (সমাজবিজ্ঞান বিভাগ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আশারি বিনতে আশরাফ (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), মোহিনি ইসলাম, মো. আব্দুল্লাহ আল মামুন, সালমান সাদিক উচ্ছাস প্রমুখ।

সভাপতি তানজুম মোস্তফা অর্না বলেন, ‘সভাপতি হওয়া একইসঙ্গে আনন্দ ও দায়িত্বের বিষয়। পিস ক্যাফের নেতৃত্ব এবং প্রতিনিধিত্ব করার এই সুবর্ণ সুযোগ আমার মধ্যে নতুন স্পৃহা সৃষ্টি করেছে। আমার বিশ্বাস, ক্যাফের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক শান্তি ও সংহতি প্রতিষ্ঠায়, সকল প্রকার বৈষম্য দূরীকরণে আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখব। সবক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার শুরু হোক আমাদের মধ্য থেকেই। শান্তির ধারণা ছড়িয়ে যাক সবার মধ্যে।’

সাধারণ সম্পাদক মোসা লুভনা আক্তার বলেন, ‘পিস ক্যাফের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বর্তমান কমিটিকে এগিয়ে নিতে চাই। আমাদের কার্যক্রমগুলো যেন শান্তির বার্তা দেয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত