ময়মনসিংহে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ১১: ৪০
আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১২: ১৮

ময়মনসিংহে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তাই এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঈদের জামাতে নিরাপত্তার ব্যবস্থাও জোরদার থাকবে। 

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আজমল হক বলেন, ময়মনসিংহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। এ ছাড়া আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭টায়, ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৯টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল ৯টায়, বলাশপুর জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জেলার মোট ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। 

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘ঈদের জামাতকে ঘিরে আমরা সহিংসতার আশঙ্কা করছি। তাই বরাবরের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থেকে কাজ করবেন।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত