গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাইনবোর্ড টাঙিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ছাড়া জায়গা দখলের জন্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো হয়। আজ শনিবার সরেজমিনে সাইনবোর্ড টাঙানো দেখা যায়।
জানা যায়, মাইজহাটি মৌজায় ২৭ নম্বর খতিয়ানের ১৮৪ দাগের ১৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। ৪ জানুয়ারি ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বাদীর পক্ষে রায় দেন। রায়ে উল্লেখ করা হয়, ওই জমিতে বিবাদী বদরুল হাসান বাচ্চুর কোনো দাবি নেই। রায়ের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার মামলার বাদী জমির মালিক ইমরুল হোসেন আল রাজি খোকন জায়গা দখল নিতে গেলে বাচ্চুর লোকজন বিরোধ সৃষ্টি করে। এ সময় ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যায় গৌরীপুর থানা-পুলিশ।
বাদী মালিক ইমরুল হোসেনের অভিযোগ, শুক্রবার রাতে ওই জায়গায় বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাইনবোর্ড ঝুলিয়ে আবারও দখল নেন বিবাদী অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বদরুল হাসান বাচ্চু।
তবে অভিযোগ অস্বীকার করে বদরুল হাসান বাচ্চু জানান, ওই জায়গায় তাঁর কোনো মালিকানা নেই। এ বিষয়ে তিনি আদালতে জবানবন্দিও দিয়েছেন। দখল ও ছাত্রলীগের সাইনবোর্ডের ব্যাপারে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার বলেন, ওই ইউনিয়নে ছাত্রলীগের কোনো কমিটি নেই, অনেক আগেই তা বিলুপ্ত করা হয়েছে। কেউ যদি ছাত্রলীগের নাম ব্যবহার করে থাকে তবে তা অন্যায় করেছে।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, আদালতের রায়ের কোনো কপি তিনি পাননি। ঘটনার দিন ৯৯৯-এ কল পেয়ে মাইজহাটি বাজারে যায় পুলিশ। এ সময় বাদীপক্ষকে আলোচনার মাধ্যমে জায়গা দখল নিতে অনুরোধ করে পুলিশ। তবে বাদীপক্ষ তা না করে জায়গা দখল নিয়ে নেয়।
গৌরীপুর উপজেলার ইউএনও হাসান মারুফ বলেন, বিরোধপূর্ণ জমিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে জায়গা দখল গর্হিত কাজ। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাইনবোর্ড টাঙিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ছাড়া জায়গা দখলের জন্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো হয়। আজ শনিবার সরেজমিনে সাইনবোর্ড টাঙানো দেখা যায়।
জানা যায়, মাইজহাটি মৌজায় ২৭ নম্বর খতিয়ানের ১৮৪ দাগের ১৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। ৪ জানুয়ারি ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বাদীর পক্ষে রায় দেন। রায়ে উল্লেখ করা হয়, ওই জমিতে বিবাদী বদরুল হাসান বাচ্চুর কোনো দাবি নেই। রায়ের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার মামলার বাদী জমির মালিক ইমরুল হোসেন আল রাজি খোকন জায়গা দখল নিতে গেলে বাচ্চুর লোকজন বিরোধ সৃষ্টি করে। এ সময় ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যায় গৌরীপুর থানা-পুলিশ।
বাদী মালিক ইমরুল হোসেনের অভিযোগ, শুক্রবার রাতে ওই জায়গায় বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাইনবোর্ড ঝুলিয়ে আবারও দখল নেন বিবাদী অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বদরুল হাসান বাচ্চু।
তবে অভিযোগ অস্বীকার করে বদরুল হাসান বাচ্চু জানান, ওই জায়গায় তাঁর কোনো মালিকানা নেই। এ বিষয়ে তিনি আদালতে জবানবন্দিও দিয়েছেন। দখল ও ছাত্রলীগের সাইনবোর্ডের ব্যাপারে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার বলেন, ওই ইউনিয়নে ছাত্রলীগের কোনো কমিটি নেই, অনেক আগেই তা বিলুপ্ত করা হয়েছে। কেউ যদি ছাত্রলীগের নাম ব্যবহার করে থাকে তবে তা অন্যায় করেছে।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, আদালতের রায়ের কোনো কপি তিনি পাননি। ঘটনার দিন ৯৯৯-এ কল পেয়ে মাইজহাটি বাজারে যায় পুলিশ। এ সময় বাদীপক্ষকে আলোচনার মাধ্যমে জায়গা দখল নিতে অনুরোধ করে পুলিশ। তবে বাদীপক্ষ তা না করে জায়গা দখল নিয়ে নেয়।
গৌরীপুর উপজেলার ইউএনও হাসান মারুফ বলেন, বিরোধপূর্ণ জমিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে জায়গা দখল গর্হিত কাজ। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে