Ajker Patrika

ঈশ্বরগঞ্জে বজ্রাঘাতে এক নারীর মৃত্যু, ৩ নারীসহ আহত ৪

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১৪ জুন ২০২৩, ১৫: ১৭
ঈশ্বরগঞ্জে বজ্রাঘাতে এক নারীর মৃত্যু, ৩ নারীসহ আহত ৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রাঘাতে জহুরা খাতুন (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তিন নারীসহ আরও চারজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। জহুরা ওই গ্রামের মোস্তফার স্ত্রী।

স্থানীয় সোহাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কাদির আহম্মেদ ভূঁইয়া আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

বজ্রাঘাতে আহতরা হলেন একই গ্রামের নাজমা বেগম (৪২), শরিফা আক্তার (৪২), রোকসানা খাতুন (৪০) ও রফিকুল ইসলাম (২০)।

জানা গেছে, আজ বুধবার সকালে জহুরাসহ ওই তিন নারী রান্নাঘরে কাজ করছিলেন। রফিকুল ইসলাম বসতঘরে ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে জহুরা আহত হন। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহাগী ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যুসহ চারজন আহত হয়েছে বলে শুনেছি। তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানায়নি।’

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিন নারীসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত