প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার পটিয়ামার গ্রামের আজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৫) ও একই উপজেলার জঙ্গলদি গ্রামের দুদু শেখের ছেলে আজিজুর রহমান (৪৮)। দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপের চালক।
জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়কের ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন জানান, চার লেন সড়কের উপজেলার নিশিন্দা এলাকায় মালবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। অপর দিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির একটি পিকআপ ওই দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে দাঁড়ানো ট্রাকের নিচে ঢুকে যায়।
তিনি আরও বলেন, `খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে পিকআপটি বের করি। এ সময় ট্রাকের সামনের অংশ কেটে পিকআপচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।'
ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার পটিয়ামার গ্রামের আজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৫) ও একই উপজেলার জঙ্গলদি গ্রামের দুদু শেখের ছেলে আজিজুর রহমান (৪৮)। দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপের চালক।
জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়কের ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন জানান, চার লেন সড়কের উপজেলার নিশিন্দা এলাকায় মালবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। অপর দিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির একটি পিকআপ ওই দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে দাঁড়ানো ট্রাকের নিচে ঢুকে যায়।
তিনি আরও বলেন, `খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে পিকআপটি বের করি। এ সময় ট্রাকের সামনের অংশ কেটে পিকআপচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।'
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২৪ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
৩০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৩৯ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
৪২ মিনিট আগে