ময়মনসিংহে ইফতারে মানহীন খাবারের অভিযোগ শিক্ষার্থীদের, ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ 

জাককানইবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৯: ১৭

ইফতারে ‘পচা বেগুনি’ দেওয়াকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় হোটেল ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ হয়। 

ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার অরিত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাবারের মান নিয়ে অভিযোগের প্রেক্ষিতে সংঘর্ষের সূচনা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিশালের সারেং হোটেল থেকে কেনা ইফতারে পচা বেগুনি পাওয়ার অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী। এটা নিয়ে ওই দোকানের লোকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে এতে যোগ দেন এলাকাবাসীও। দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে। হোটেলের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থিত বিভিন্ন মেস ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যবসায়ীসহ এলাকাবাসী। 

বিশ্ববিদ্যালয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন ‘হোটেল সারেং’ থেকে বেগুনি কিনে আনা হয়।  এই বেগুনি পচা হওয়ায় অভিযোগ জানাতে গেলে হোটেলটির মালিকসহ কর্মচারীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। রাত সাড়ে ১০টার পরে সেখানে তিনি ও তাঁর সহপাঠীদের ওপর হামলা চালায় হোটলে লোকেরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় হোটেলের স্টাফ ও স্থানীয় ব্যক্তিরা। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সারেং হোটেলে হামলা চালায় ও ভাঙচুর করে। দফায় দফায় হওয়া এই সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। 

এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এদিকে সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ত্রিশাল থানা-পুলিশ ও অন্যান্য শিক্ষকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সারা রাত ধরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন ছিল। 

এ বিষয়ে প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি তৎপর আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত