গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ১৬: ৪৫

গফরগাঁওয়ে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের রাওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার পুখুরিয়া গ্রামের মৃত রফিকুল ইসলাম রবের স্ত্রী লিপি আক্তার (৫২) ও উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের মিয়া হোসেনের স্ত্রী বকুলা খাতুন (৪৬)। এতে ইজিবাইকের চালক আকবর হোসেন আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী বকুলা খাতুনকে নামানোর জন্য ব্যাটারি চালিত একটি ইজিবাইক গফরগাঁও-ভালুকা সড়কের আশু মাস্টারের বাড়ির সামনের রাস্তায় দাঁড়ায়। এ সময় পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি বালু বোঝাই ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এরপর ইজিবাইকটি ছিটকে পাশের খেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী লিপি আক্তার নিহত হন। এরপর স্থানীয়রা আহত বকুলা খাতুনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। 

গফরগাঁও থানার এসআই আব্দুল লতিফ বলেন, বালুবোঝাই ট্রাক্টর লরিটি আটক করা হয়েছে। তবে লরির চালক দুর্ঘটনার পর পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে গফরগাঁও থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত