প্রতিনিধি, পলাশবাড়ী, (গাইবান্ধা)
প্রতিদিন বিকেল নামতেই মাঠে অনুশীলন শুরু করেন নারী ফুটবল দলের সদস্যরা। সন্ধ্যা পর্যন্ত দল বেঁধে চলতে থাকে এ অনুশীলন। গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ কিংবা এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের প্রতিদিনের চিত্র এটি। ভবিষ্যতে পলাশবাড়ী থেকে অনেক প্রতিভাবান নারী ফুটবলার উঠে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
গাইবান্ধা পলাশবাড়ী নারী ফুটবল দলের প্রশিক্ষক সুরুজ হক লিটন বলেন, ‘পলাশবাড়ী নারী ফুটবল দলকে নিয়ে আমার অনেক স্বপ্ন। নিজের সবটুকু উজাড় করে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেয়েদের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম আর বুদ্ধিমত্তায় একের পর এক সাফল্য ধরা দিচ্ছে।’
সুরুজ হক লিটন বলেন, ‘২০১৯ সালে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) কাপ (অনূর্ধ্ব-১৪) ফুটবল টুর্নামেন্টে রংপুর আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশবাড়ী নারী ফুটবল দল। এখনো পর্যন্ত এটিই আমাদের সবচেয়ে বড় অর্জন। এছাড়া একই বছর এসকেএস বালিকা ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন, ২০২০ ও ২০২১ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) টানা দুইবার গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন হওয়াসহ আরও অনেক অর্জন রয়েছে। বর্তমানে পলাশবাড়ী নারী ফুটবল দলের চারজন সদস্য ঢাকার বসুন্ধরা কিংসে সুযোগ পেয়েছেন। তাঁরা ভবিষ্যতে অনেক ভালো করতে বলে আমার বিশ্বাস।’
প্রতিবন্ধকতার বিষয় নিয়ে জানতে চাইলে সুরুজ হক লিটন বলেন, ‘শুরুর দিকে মাত্র তিনজন খেলোয়ারকে নিয়ে প্রশিক্ষণ করতে হয়েছে। নারীদের ফুটবল খেলা ও প্রশিক্ষণ নিয়ে অভিভাবকরা উৎসাহী ছিলেন না। শিক্ষকদের নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে মেয়েদের মাঠে নামাতে অনেক বেগ পেতে হয়েছে। বাল্যবিয়ের একটা প্রকোপ ছিল। সব প্রতিবন্ধকতার মধ্য দিয়েই আমাদের পথচলা।’
প্রতিদিন বিকেল নামতেই মাঠে অনুশীলন শুরু করেন নারী ফুটবল দলের সদস্যরা। সন্ধ্যা পর্যন্ত দল বেঁধে চলতে থাকে এ অনুশীলন। গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ কিংবা এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের প্রতিদিনের চিত্র এটি। ভবিষ্যতে পলাশবাড়ী থেকে অনেক প্রতিভাবান নারী ফুটবলার উঠে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
গাইবান্ধা পলাশবাড়ী নারী ফুটবল দলের প্রশিক্ষক সুরুজ হক লিটন বলেন, ‘পলাশবাড়ী নারী ফুটবল দলকে নিয়ে আমার অনেক স্বপ্ন। নিজের সবটুকু উজাড় করে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেয়েদের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম আর বুদ্ধিমত্তায় একের পর এক সাফল্য ধরা দিচ্ছে।’
সুরুজ হক লিটন বলেন, ‘২০১৯ সালে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) কাপ (অনূর্ধ্ব-১৪) ফুটবল টুর্নামেন্টে রংপুর আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশবাড়ী নারী ফুটবল দল। এখনো পর্যন্ত এটিই আমাদের সবচেয়ে বড় অর্জন। এছাড়া একই বছর এসকেএস বালিকা ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন, ২০২০ ও ২০২১ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) টানা দুইবার গাইবান্ধা জেলা চ্যাম্পিয়ন হওয়াসহ আরও অনেক অর্জন রয়েছে। বর্তমানে পলাশবাড়ী নারী ফুটবল দলের চারজন সদস্য ঢাকার বসুন্ধরা কিংসে সুযোগ পেয়েছেন। তাঁরা ভবিষ্যতে অনেক ভালো করতে বলে আমার বিশ্বাস।’
প্রতিবন্ধকতার বিষয় নিয়ে জানতে চাইলে সুরুজ হক লিটন বলেন, ‘শুরুর দিকে মাত্র তিনজন খেলোয়ারকে নিয়ে প্রশিক্ষণ করতে হয়েছে। নারীদের ফুটবল খেলা ও প্রশিক্ষণ নিয়ে অভিভাবকরা উৎসাহী ছিলেন না। শিক্ষকদের নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে মেয়েদের মাঠে নামাতে অনেক বেগ পেতে হয়েছে। বাল্যবিয়ের একটা প্রকোপ ছিল। সব প্রতিবন্ধকতার মধ্য দিয়েই আমাদের পথচলা।’
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
৪১ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে