হুইলচেয়ার উপহার পেয়ে আনন্দিত প্রতিবন্ধী শিখা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১৪
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১০

ময়মনসিংহের নান্দাইলের খারুয়া ইউনিয়নের ছালুয়াপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিখা আক্তারকে হুইলচেয়ার উপহার দিয়েছে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি। আজ মঙ্গলবার বিকেলে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির একটি টিম শিখা আক্তারের বাড়িতে হাজির হয়ে হুইলচেয়ার উপহার দেয়। 

শিখার বাবা আব্দুর রাশিদ বলেন, 'আমার স্ত্রী ১৭ বছর আগে সংসার ছেড়ে চলে যায়। প্রতিবন্ধী মেয়ের কথা ভেবে পরে আমি আর বিয়ে করিনি। ২ শতাংশ জায়গা আছে। তাতেই একটি ছোট ঘর তুলে বসবাস করছি। একটা হুইলচেয়ার কিনে দেওয়ার সামর্থ্য আমার ছিল না। নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির প্রতি আমি কৃতজ্ঞ।' 

হুইলচেয়ার পেয়ে আনন্দে আত্মহারা শিখা বলেন, 'আমি খুব খুশি হয়েছি। আমি এখন চারপাশের পরিবেশ দেখতে পারব। ২২ বছর ধরে বারান্দায় এক জায়গায় বসে থেকেছি। এখন পৃথিবীটাকে একটু দেখতে পারব। যারা আমাকে হুইলচেয়ার দিয়েছে তাদের ধন্যবাদ জানাই।' 

হুইলচেয়ার প্রদানের সময় ব্লাড ডোনেট সোসাইটির মো. তাজুল ইসলাম মীর, কাওসার মাস্টার, আতাউর রহমান সুমন, হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত