নজরুল বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বোতল জমা দিলেই উপহার মিলছে বই 

জাককানইবি (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১৯: ০২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এনভায়রনমেন্টাল ক্লাব নিয়েছে এক প্রশংসনীয় উদ্যোগ। তাঁরা ‘প্লাস্টিকের বিনিময়ে বই উপহার’ এর আয়োজন করেছে। 

বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সবাই’, তাই প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকজাত দ্রব্য থেকে পৃথিবীকে দূষণমুক্ত রাখতেই এমন অভিনব আয়োজন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে চটের ব্যানার লাগিয়ে বসেছে ক্লাবটির সদস্যরা এই আয়োজন করে। 

এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা হাতে বেশ কিছু প্লাস্টিকের বোতল নিয়ে হাজির হচ্ছেন সেখানে। বোতলগুলো জমা দিয়ে উপহার হিসেবে পাচ্ছেন বই। প্লাস্টিকের বোতল জমা দিলেই উপহার হিসেবে মিলছে সেই বইগুলো। এমন আয়োজনের শিরোনাম ‘বুকস ইন এক্সচেঞ্জ অব প্লাস্টিক’।  

সর্বনিম্ন ২৫০ গ্রাম প্লাস্টিকের বোতল দিলে ক্লাবটির পক্ষ থেকে বই উপহার দেওয়া হচ্ছে। যার মাধ্যমে তারা শিক্ষার্থীদের মনে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির কথাও বলছেন। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বোতলগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিও করবে ক্লাবটি।  

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করা হয়। ছবি: আজকের পত্রিকা এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শুরু থেকেই দারুণ সাড়া পাচ্ছে ক্লাবটি। উপহার হিসেবে বই পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরাও।  

বই পেয়ে এক শিক্ষার্থী বলেন, ‘এই উদ্যোগটি অনন্য। প্লাস্টিকের বোতল অহরহ ব্যবহার করা হচ্ছে। এর বিনিময়ে যে বই পাব, কখনোই ভাবিনি। অনেক ভালো লাগছে। আশা করি, তাদের এই শুভ উদ্দেশ্য সফল হবে।’ 

ক্লাবটির সাধারণ সম্পাদক তাঈব আল জামান বলেন, ‘বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত প্রতিপাদ্যকে বাস্তবায়ন করতে এবং মানুষকে প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করতেই আমাদের এই ভাবনা। প্রতি ২৫০ গ্রাম প্লাস্টিকের বিনিময়ে প্রত্যেককে একটি করে বই উপহার দেওয়া হচ্ছে। এতে করে যেমন ক্যাম্পাস প্লাস্টিকমুক্ত হবে, তেমনি প্রত্যেক অংশগ্রহণকারী বইয়ের মতো পরম বন্ধু পাচ্ছেন। পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বৃক্ষরোপণের। আশা করি, আমাদের এই উদ্যোগ ছড়িয়ে যাবে দেশব্যাপী। পরিবেশ হবে প্লাস্টিকমুক্ত।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত