নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারিক ও তৃণমূল বিএনপি প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটানিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হয়।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জামানত রক্ষা করতে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। যা শতকরায় সাড়ে ১২ শতাংশ।
সেই হিসেবে নান্দাইল আসনে ১২১টি কেন্দ্রে ১ লাখ ৪৬ হাজার ৮১১ বৈধ ভোট পড়ে। এতে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী জামানত রক্ষার্থে ১৮ হাজার ১৫২ পেতে হত। সেখানে জাতীয় পার্টির হাসমত মাহমুদ তারিক লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছে ৮৬৭ ভোট। অন্যদিকে তৃণমূল বিএনপি প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল পেয়েছে সোনালী আঁশ প্রতীকে ২৭৩ ভোট।
ফলাফল বিশ্লেষণ করা দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারিক ১২১টি কেন্দ্রে মধ্যে সর্বোচ্চ ৩৮ ভোট পান ঝালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ১০ ভোটের নিচে পান ৯৫টি কেন্দ্রে। ২০ ভোটের নিচে পান ২২টি কেন্দ্রে। ২৩ ভোট দুটি কেন্দ্রে এবং ৩৭ ভোট একটি কেন্দ্রে মিলিয়ে ৮৬৭ ভোট পান।
অন্যদিকে তৃণমূল বিএনপির প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল ১২১টি কেন্দ্রে মধ্যে সর্বোচ্চ ১৮ ভোট পেয়েছে প্রার্থীর নিজ কেন্দ্র সুরাশ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ৫ ভোটের নিচে ১১৭টি কেন্দ্রে। ৭ ভোট দুই কেন্দ্রে ৬ ভোট এক কেন্দ্রে মিলিয়ে ২৭৩ ভোট পান তিনি।
এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ৬৩ হাজার ১০০ ভোট পেয়ে পরাজিত হন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারিক ও তৃণমূল বিএনপি প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটানিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হয়।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জামানত রক্ষা করতে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। যা শতকরায় সাড়ে ১২ শতাংশ।
সেই হিসেবে নান্দাইল আসনে ১২১টি কেন্দ্রে ১ লাখ ৪৬ হাজার ৮১১ বৈধ ভোট পড়ে। এতে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী জামানত রক্ষার্থে ১৮ হাজার ১৫২ পেতে হত। সেখানে জাতীয় পার্টির হাসমত মাহমুদ তারিক লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছে ৮৬৭ ভোট। অন্যদিকে তৃণমূল বিএনপি প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল পেয়েছে সোনালী আঁশ প্রতীকে ২৭৩ ভোট।
ফলাফল বিশ্লেষণ করা দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারিক ১২১টি কেন্দ্রে মধ্যে সর্বোচ্চ ৩৮ ভোট পান ঝালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ১০ ভোটের নিচে পান ৯৫টি কেন্দ্রে। ২০ ভোটের নিচে পান ২২টি কেন্দ্রে। ২৩ ভোট দুটি কেন্দ্রে এবং ৩৭ ভোট একটি কেন্দ্রে মিলিয়ে ৮৬৭ ভোট পান।
অন্যদিকে তৃণমূল বিএনপির প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল ১২১টি কেন্দ্রে মধ্যে সর্বোচ্চ ১৮ ভোট পেয়েছে প্রার্থীর নিজ কেন্দ্র সুরাশ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ৫ ভোটের নিচে ১১৭টি কেন্দ্রে। ৭ ভোট দুই কেন্দ্রে ৬ ভোট এক কেন্দ্রে মিলিয়ে ২৭৩ ভোট পান তিনি।
এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ৬৩ হাজার ১০০ ভোট পেয়ে পরাজিত হন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ নেই তিন দিন ধরে। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি।
১০ মিনিট আগেবাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে।
১৬ মিনিট আগেরাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ তাকে জামিন দেন।
১৮ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।
২০ মিনিট আগে