ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্আ-হ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ ১৪৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ইতিমধ্যে গত তিন দিনে জেলায় বিএনপি-জামায়াতের ১৪৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ১ নম্বর ও আবু ওয়াহাব আকন্দকে ২ নম্বর আসামি করে ২৫ জনের নামে এবং অজ্ঞাত ১২০ জনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ মামলার বরাত দিয়ে বলেন, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন (মঙ্গলবার) সকাল সোয়া ৯টার দিকে নগরীর চরপাড়া মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণসহ দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর করছে।
এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসতেই বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে চারটি ককটেলের বিস্ফোরিত অংশ, যানবাহনের ২৫টি গ্লাসের ভাঙা টুকরো ও ৩৪টি ইটের টুকরো জব্দ করে পুলিশ।
ওসি বলেন, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্আ-হ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ ১৪৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ইতিমধ্যে গত তিন দিনে জেলায় বিএনপি-জামায়াতের ১৪৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ১ নম্বর ও আবু ওয়াহাব আকন্দকে ২ নম্বর আসামি করে ২৫ জনের নামে এবং অজ্ঞাত ১২০ জনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ মামলার বরাত দিয়ে বলেন, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন (মঙ্গলবার) সকাল সোয়া ৯টার দিকে নগরীর চরপাড়া মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণসহ দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর করছে।
এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসতেই বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে চারটি ককটেলের বিস্ফোরিত অংশ, যানবাহনের ২৫টি গ্লাসের ভাঙা টুকরো ও ৩৪টি ইটের টুকরো জব্দ করে পুলিশ।
ওসি বলেন, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১০ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১৬ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
৩১ মিনিট আগে