রেলসেতুর ওপর ৪ কিশোরের টিকটক, ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ ১ 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১০: ৩৪
আপডেট : ২৩ জুন ২০২৪, ১০: ৪৫

জামালপুরের ইসলামপুরে রেলসেতুর ওপর টিকটিক ভিডিও করছিল চার কিশোর। এ সময় ট্রেন চলে আসায় তিনজন পানিতে লাফিয়ে তীরে উঠে এলেও ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয় মৃদুল মিয়া (১২)। আজ রোববার সকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

গতকাল শনিবার বিকেলে পৌর শহরের পাটনীপাড়া রেলসেতুতে এ দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ মৃদুল মিয়া ইসলামপুর পৌর শহরের ব্যাপারীপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, একই এলাকার বন্ধু সুজন (১২), ওয়ারেছ (১১) ও ইমন মিয়ার (১১) সঙ্গে বাড়ির অদূরে পাটনীপাড়া রেলসেতুতে টিকটিক ভিডিও তৈরি করতে যায় মৃদুল মিয়া। একপর্যায়ে লোহার রেলসেতুর ওপর টিকটিকের ভিডিও ধারণের সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সেতুতে পৌঁছায়। এ সময় মৃদুলের অন্য বন্ধুরা পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে পাড়ে ওঠে। কিন্তু সময়মতো ঝাঁপ দিতে না পারায় ট্রেনের ধাক্কা লেগে পানিতে পড়ে নিখোঁজ হয় মৃদুল মিয়া।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘বন্ধুদের সঙ্গে টিকটিক করতে গিয়েছিল মৃদুল মিয়া। একপর্যায়ে রেলসেতুতে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের ধাক্কায় বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয় সে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।’ 

ইসলামপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (শনিবার) বিকেল থেকে আমাদের দুটি ইউনিট নিখোঁজ মৃদুল মিয়ার সন্ধানে উদ্ধারকাজ চালাচ্ছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত