নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে হোটেলের রুটি ও ডাল খেয়ে খারুয়া উচ্চবিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তারা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে আব্দুল মোতালেব ওরফে বড় ভাইয়ের হোটেলে এ ঘটনা ঘটে। অসুস্থ সবাই খারুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন—তিশা, মিলি, সাদিয়া, সুমাইয়া, মারিয়া ও নুরসহ আরও একজন।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে খারুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির সাত শিক্ষার্থী আব্দুল মোতালেবের হোটেল থেকে রুটি ও ডাল কেনে। এরপর তারা বিদ্যালয়ে গিয়ে রুটি ও ডাল খায়। খাবার খাওয়ার পর সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পেটে তীব্র ব্যথা ও বমিভাব শুরু হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হোটেলের মালিক আব্দুল মোতালেব ওরফে বড় ভাই বলেন, ‘সকাল ৯টার দিকে আমার হোটেলে ৫০-৬০ জন মানুষ রুটি ও ডাল দিয়ে সকালের নাশতা খান। এর মধ্যে সাত শিক্ষার্থী রুটি ও ডাল কিনে নিয়ে স্কুলে যায়। সেখানে তারা
নাশতা খায়। এদের মধ্যে অন্য কেউ অসুস্থ হয়নি, শুধু সাত ছাত্রী অসুস্থ হয়। বিষয়টি কিছুই বুঝতে পারছি না। হয়তো স্কুলেই ভেজাল হইছে।’
খারুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল তারেক বলেন, হোটেলের রুটি-ডাল খাওয়ার পর ছাত্রীদের পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হয়। এরপর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।
ময়মনসিংহের নান্দাইলে হোটেলের রুটি ও ডাল খেয়ে খারুয়া উচ্চবিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তারা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে আব্দুল মোতালেব ওরফে বড় ভাইয়ের হোটেলে এ ঘটনা ঘটে। অসুস্থ সবাই খারুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন—তিশা, মিলি, সাদিয়া, সুমাইয়া, মারিয়া ও নুরসহ আরও একজন।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে খারুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির সাত শিক্ষার্থী আব্দুল মোতালেবের হোটেল থেকে রুটি ও ডাল কেনে। এরপর তারা বিদ্যালয়ে গিয়ে রুটি ও ডাল খায়। খাবার খাওয়ার পর সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পেটে তীব্র ব্যথা ও বমিভাব শুরু হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হোটেলের মালিক আব্দুল মোতালেব ওরফে বড় ভাই বলেন, ‘সকাল ৯টার দিকে আমার হোটেলে ৫০-৬০ জন মানুষ রুটি ও ডাল দিয়ে সকালের নাশতা খান। এর মধ্যে সাত শিক্ষার্থী রুটি ও ডাল কিনে নিয়ে স্কুলে যায়। সেখানে তারা
নাশতা খায়। এদের মধ্যে অন্য কেউ অসুস্থ হয়নি, শুধু সাত ছাত্রী অসুস্থ হয়। বিষয়টি কিছুই বুঝতে পারছি না। হয়তো স্কুলেই ভেজাল হইছে।’
খারুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল তারেক বলেন, হোটেলের রুটি-ডাল খাওয়ার পর ছাত্রীদের পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হয়। এরপর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।
পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে পোস্ট করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
৯ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
১১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
২২ মিনিট আগেরাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
৩৭ মিনিট আগে