মসিকে ৪ মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় 

প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯: ১৪

ময়মনসিংহ নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে মোট ৪ মামলায় ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে এ জরিমানা করা হয়। 

জানা যায়, গতকাল রোববার বিকেলে নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ৩ মামলায় ৯০০ টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতেও এ অভিযান অব্যাহত থাকবে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দরা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত