নালিতাবাড়ীতে ২৮ টন ভেজাল সার ধ্বংস

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
Thumbnail image

শেরপুরের নালিতাবাড়ীতে ২৮ টন ভেজাল সার ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এসব সার আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকদের স্বার্থে ভেজাল সার বিরোধী অভিযান অব্যাহত থাকবে।’ 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল সার বিক্রয় করে আসছিল। ভেজাল সারের ছোবল থেকে কৃষকদের বাঁচাতে গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে বিভিন্ন ধরনের প্রায় ২৮ টন ভেজাল সার জব্দ করা হয়। 
পরে আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব সার ধ্বংস করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াদুদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত