Ajker Patrika

ঈশ্বরগঞ্জে পাচারের সময় ৮৪ বস্তা ভিজিডির চাল জব্দ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
ঈশ্বরগঞ্জে পাচারের সময় ৮৪ বস্তা ভিজিডির চাল জব্দ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৮৪ বস্তা ভিজিডির চাল পাচারের সময় জব্দ করা হয়েছে। আজ সোমবার রাত ৯টায় উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদ থেকে এই চাল জব্দ করা হয়েছে। 

জানা গেছে, উপজেলার সোহাগী ইউনিয়নের ৪ নম্বর ইউপি সদস্য ফজলুল হক স্থানীয় দুজন শ্রমিক দিয়ে সরকারের ভিজিডির চাল পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল ঘটনাস্থলে যান। 
এসিল্যান্ডের উপস্থিতির খবর পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এসিল্যান্ড অনামিকা নজরুল ৬৩টি বস্তা সেলাই করা এবং ২১টি চালের বস্তা খোলা অবস্থায় জব্দ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, ইউপি সদস্য ফজলুল হকের বিরুদ্ধে এর আগেও চাল চুরির অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ইউনিয়নের উপকারভোগীদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল ইউপি সদস্যের পাচারের কোনো সুযোগ নেই। বিষয়টির সত্যতা যাচাই করে ইউপি সদস্য ফজলুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল বলেন, গোপন সূত্রের ভিত্তিতে সোহাগী ইউনিয়ন পরিষদ থেকে ৮৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত