Ajker Patrika

গৌরীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খেল সাড়ে তিন হাজার শিশু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
গৌরীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খেল সাড়ে তিন হাজার শিশু

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় প্রায় সাড়ে তিন হাজার শিশু ভিটামিন-এ ক্যাপসুল খেয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ২৪টি অস্থায়ী টিকা কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হয়। 

এর আগে এদিন সকালে গৌরীপুর পৌরসভায় মেয়র সৈয়দ রফিকুল ইসলাম পৌর ভবন প্রাঙ্গণে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারি ও টিকাদান কর্মীরা উপস্থিত ছিলেন। 

গৌরীপুর পৌরসভার কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের আওতায় পৌরসভায় মোট তিন হাজার ৪২৬ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৭৫ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৫১ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত