রাবি, প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁরা এই দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ শিক্ষক লাঞ্ছনা এবং হলে সিট বাণিজ্য বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক বলেন, ‘জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে কারিগর হিসেবে কাজ করেন শিক্ষকেরা। আজ তাঁদের মাথায় আঘাত করা হচ্ছে। রাষ্ট্রযন্ত্র কোনো না কোনোভাবেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে চায়। ছাত্র-শিক্ষকের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চায়। তাদের আসল উদ্দেশ্য জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া। আমরা শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘গত কিছুদিন আগে আমাদের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসমা সিদ্দীকাকে লাঞ্ছিত করা হয়েছিল। এর আগে একজন শিক্ষককে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সিট থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনের দিনের ভোট আগের রাতে হয়ে যাচ্ছে। এক রাতে চিঠি দিয়ে ১৩৬ জনকে চাকরি দেওয়া হয়েছে। এটা প্রহসন। আর এসব প্রহসনের জন্যই আমাদের সমাজটা পচে গেছে। ফলে ছাত্ররা শিক্ষকের ওপর চড়াও হচ্ছে।’
রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুদরত-ই-জাহান বলেন, ‘পুরো দেশে যে পরিমাণ ভোট চুরি, পুকুরচুরি, টাকা পাচারের ঘটনা হচ্ছে, শিক্ষক নির্যাতনের ঘটনা হচ্ছে তার প্রতিফলন। একটা দেশে যখন সুষ্ঠু গণতন্ত্র থাকে না, তখন এ রকম অরাজকতা হওয়াই স্বাভাবিক। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা ছাত্রদের নৈতিক শিক্ষা দিতে পারি না। কারণ দেশ দাঁড়িয়ে আছে অনৈতিক ব্যবস্থার ওপর। আমাদের ভোটাধিকার না দিলে দেশের অবস্থা কোনো দিনই ঠিক হবে না।’
মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় অন্যদের মধ্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশীদ, সাবেক সহসভাপতি গোলাম সাদিক, অধ্যাপক সারোয়ার জাহান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁরা এই দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ শিক্ষক লাঞ্ছনা এবং হলে সিট বাণিজ্য বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক বলেন, ‘জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে কারিগর হিসেবে কাজ করেন শিক্ষকেরা। আজ তাঁদের মাথায় আঘাত করা হচ্ছে। রাষ্ট্রযন্ত্র কোনো না কোনোভাবেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে চায়। ছাত্র-শিক্ষকের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চায়। তাদের আসল উদ্দেশ্য জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া। আমরা শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘গত কিছুদিন আগে আমাদের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসমা সিদ্দীকাকে লাঞ্ছিত করা হয়েছিল। এর আগে একজন শিক্ষককে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সিট থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনের দিনের ভোট আগের রাতে হয়ে যাচ্ছে। এক রাতে চিঠি দিয়ে ১৩৬ জনকে চাকরি দেওয়া হয়েছে। এটা প্রহসন। আর এসব প্রহসনের জন্যই আমাদের সমাজটা পচে গেছে। ফলে ছাত্ররা শিক্ষকের ওপর চড়াও হচ্ছে।’
রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুদরত-ই-জাহান বলেন, ‘পুরো দেশে যে পরিমাণ ভোট চুরি, পুকুরচুরি, টাকা পাচারের ঘটনা হচ্ছে, শিক্ষক নির্যাতনের ঘটনা হচ্ছে তার প্রতিফলন। একটা দেশে যখন সুষ্ঠু গণতন্ত্র থাকে না, তখন এ রকম অরাজকতা হওয়াই স্বাভাবিক। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা ছাত্রদের নৈতিক শিক্ষা দিতে পারি না। কারণ দেশ দাঁড়িয়ে আছে অনৈতিক ব্যবস্থার ওপর। আমাদের ভোটাধিকার না দিলে দেশের অবস্থা কোনো দিনই ঠিক হবে না।’
মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় অন্যদের মধ্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশীদ, সাবেক সহসভাপতি গোলাম সাদিক, অধ্যাপক সারোয়ার জাহান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩৩ মিনিট আগেআমি ২৫-৩০ বছর ধরে ঢাকা যাই না। ঢাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাড়ির পাশের জমিতে আমি কৃষিকাজ করি। গ্রামের পাশে বাজারে আমার দুই ছেলে ব্যবসা করে। তাদের জন্য প্রতিদিন বাজারে খাবার নিয়ে যাই। আমি নাকি কার পায়ের মধ্যে গুলি মারছি! ঢাকার এক মামলায় তারা আমার এবং দুই ছেলের নাম দিয়েছে।
৪০ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাঁর কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ শেষে বেলা সোয়া ১টায় উপাচার্যর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
৪৪ মিনিট আগেবরগুনায় মিথ্যা মামলা করায় বাদীকে হাজতবাস এবং দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে