সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
Thumbnail image

পাবনার চাটমোহরে ট্রাকচাপায় হুসাইন মোল্লা (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হুসাইন মোল্লা বিন্যাবাড়ি গ্রামের জাবেদ মোল্লার ছেলে। সে বিন্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ধানকুনিয়া গ্রামে প্রাইভেট পড়ে সকাল নয়টার দিকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল হুসাইন। হুসাইন বাড়ির কাছাকাছি পৌঁছালে বিন্যাবাড়ি গ্রামের একটি নির্মাণাধীন পাকা রাস্তার ইটের খোয়া বহনকারী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

চাটমোহর থানার ওসি সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক পলাতক রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত