বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জমিজমা নিয়ে বিরোধে ৬ জনকে পিটিয়ে আহতের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বড়াইগ্রাম থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নের দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার দোগাছী গ্রামের মৃত কাইউম উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৫৮), আব্দুস সাত্তার মণ্ডল (৬০), মঞ্জিল হোসেন (৩৩), রিয়াজ উদ্দিন মুন্নার ছেলে কোরবান আলী (৬০), মৃত মামুদ আলী মণ্ডলের ছেললে আকুল মণ্ডল (৫০) ও আকুল মণ্ডলের স্ত্রী শরীফা বেগম।
গ্রেপ্তারকৃতরা হলেন বাবর আলী মণ্ডলের ছেলে শহীদ মণ্ডল (৪৫) ও শহীদ মণ্ডলের ছেলে সাগর হোসেন (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবর আলী মণ্ডলের পূর্ব ওয়ারিশদের কাছ থেকে জমি কিনে ৪০ বছর ধরে ভোগদখল করে আসছেন আমজাদ হোসেন। গতকাল সেই জমিতে বাবর আলী মণ্ডলের ছেলে এবাদুল মণ্ডল (৩৫) পাটের বীজ রোপণ করেন। এ সময় আমজাদ হোসেন তাঁকে বীজ রোপণ করতে নিষেধ করলে এবাদুল হোসেন তাঁর ভাই শহীদ মণ্ডল, মোহিত মণ্ডল, আসাদুল মণ্ডলসহ ১৫-২০ জনকে নিয়ে ছাত্তার মণ্ডলের বাড়ির উঠানে এসে ছাত্তার মণ্ডল, তাঁর ভাই আমজাদ হোসেন ও মঞ্জিল হোসেনের মাথায় ও পায়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তাঁদের উদ্ধার করতে এসে কোরবান আলী নামে আরেকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আহত আমজাদ হোসেনের ভাই মঞ্জিল হোসেন বলেন, ‘আমরা জমি কিনে ৪০ বছর ধরে ভোগদখল করে আসছি। এর আগে স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁরা মানেন না। আমার দুই ভাইয়ের অবস্থা খুবই সংকটাপন্ন।’
আহত আকুল মণ্ডল বলেন, ‘আমার স্ত্রীর ভাইয়ের ছেলে এবাদুল মণ্ডলের জমি দীর্ঘদিন যাবৎ আমজান হোসেন দখল করে আসছিল। এবাদুল মণ্ডল সেই জমি দখল গেলে তাঁকে মারার জন্য ঘিরে ধরে তারা। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আমি ঠেকাতে গেলে আমজাদ হোসেন আমাকে হাঁসিয়া দিয়ে কোপ দেয়।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, আহত আমজাদ হোসেনের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে জমিজমা নিয়ে বিরোধে ৬ জনকে পিটিয়ে আহতের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বড়াইগ্রাম থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নের দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার দোগাছী গ্রামের মৃত কাইউম উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৫৮), আব্দুস সাত্তার মণ্ডল (৬০), মঞ্জিল হোসেন (৩৩), রিয়াজ উদ্দিন মুন্নার ছেলে কোরবান আলী (৬০), মৃত মামুদ আলী মণ্ডলের ছেললে আকুল মণ্ডল (৫০) ও আকুল মণ্ডলের স্ত্রী শরীফা বেগম।
গ্রেপ্তারকৃতরা হলেন বাবর আলী মণ্ডলের ছেলে শহীদ মণ্ডল (৪৫) ও শহীদ মণ্ডলের ছেলে সাগর হোসেন (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবর আলী মণ্ডলের পূর্ব ওয়ারিশদের কাছ থেকে জমি কিনে ৪০ বছর ধরে ভোগদখল করে আসছেন আমজাদ হোসেন। গতকাল সেই জমিতে বাবর আলী মণ্ডলের ছেলে এবাদুল মণ্ডল (৩৫) পাটের বীজ রোপণ করেন। এ সময় আমজাদ হোসেন তাঁকে বীজ রোপণ করতে নিষেধ করলে এবাদুল হোসেন তাঁর ভাই শহীদ মণ্ডল, মোহিত মণ্ডল, আসাদুল মণ্ডলসহ ১৫-২০ জনকে নিয়ে ছাত্তার মণ্ডলের বাড়ির উঠানে এসে ছাত্তার মণ্ডল, তাঁর ভাই আমজাদ হোসেন ও মঞ্জিল হোসেনের মাথায় ও পায়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তাঁদের উদ্ধার করতে এসে কোরবান আলী নামে আরেকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আহত আমজাদ হোসেনের ভাই মঞ্জিল হোসেন বলেন, ‘আমরা জমি কিনে ৪০ বছর ধরে ভোগদখল করে আসছি। এর আগে স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁরা মানেন না। আমার দুই ভাইয়ের অবস্থা খুবই সংকটাপন্ন।’
আহত আকুল মণ্ডল বলেন, ‘আমার স্ত্রীর ভাইয়ের ছেলে এবাদুল মণ্ডলের জমি দীর্ঘদিন যাবৎ আমজান হোসেন দখল করে আসছিল। এবাদুল মণ্ডল সেই জমি দখল গেলে তাঁকে মারার জন্য ঘিরে ধরে তারা। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আমি ঠেকাতে গেলে আমজাদ হোসেন আমাকে হাঁসিয়া দিয়ে কোপ দেয়।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, আহত আমজাদ হোসেনের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
৮ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতে মৃতদেহ দুইটি ভেসে এসেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ
৮ মিনিট আগেমামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে। আমি বলে দিয়েছি- মাসে ৫০০ মামলা হবে। কোনো ঘটনা ঘটলে মামলা নেবে না, তা হবে না...
১১ মিনিট আগে