১৯ বছর পর আত্রাইয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৪৯

১৯ বছর পর নওগাঁর আত্রাইয়ে রতন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হামিদ উপজেলার সাহেবগঞ্জ দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের মজিবর রহমানের ছেলে রতন খন্দকার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

রতন খন্দকারের ছোট ভাই রিপন খন্দকার জানান, ২০০৪ সালের ১৬ মে পারিবারিক দ্বন্দ্বের জেরে তার বড় ভাই রতনকে পিটিয়ে হত্যা করে আব্দুল হামিদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আব্দুল হামিদ পলাতক ছিলেন। ওই মামলার রায়ে আদালতের বিচারক হামিদকে মৃত্যুদণ্ড এবং আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া একজন খালাস পান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার আজকের পত্রিকাকে বলেন, রতন হত্যা মামলার রায়ে আদালত হামিদকে ২০০৯ সালে মৃত্যুদণ্ড দেয়। ঘটনার পর থেকে হামিদ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত