প্রতিনিধি
সিরাজগঞ্জ: সরকার ঘোষিত চলাচলে বিধিনিষেধ কার্যকর ও করোনার সংক্রমণের ঝুঁকি কমাতে সিরাজগঞ্জ শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে শহরের গুরুত্বপূর্ণ সংযোগ বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
আজ শনিবার সকালে শহর ঘুরে দেখা যায় শহরের বাজার স্টেশন, খেদন সর্দারের মোড়, মুক্তিযোদ্ধা সংসদ গলি, টুকু ব্রীজ, ইলিয়ট ব্রীজ, সরকারি কলেজ গেট, শহীদ নাজমুল চত্বর, পামতলা মোড়, সদর থানা গেট ও পোস্ট অফিস সড়ক গুলোতে বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পণ্যবাহী পরিবহন ও জরুরী সেবার যানবাহন চলাচলের জন্য বাজার স্টেশন এলাকা থেকে নিউ ঢাকা রোড, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা সড়ক ও বগুড়া রোড চালু রয়েছে।
বাজার স্টেশন চেকপোস্টে দায়িত্বরত সদর থানার এসআই আবু ছাইদ জানান, আমরা মুভমেন্ট পাশ ছাড়া কাউকে রাস্তায় বের হতে দিচ্ছি না। তবে অ্যাম্বুলেন্স ও গুরুতর অসুস্থ রোগীবাহী গাড়ি ছেড়ে দিচ্ছি।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিদ্ধ আখতার পিপিএম বলেন, সরকারের ১৮ দফা নিদের্শনা বাস্তবায়ন করতে এই পদক্ষেপ। এ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকটি প্রবেশমুখ বন্ধ হতে পারে।
তিনি আরও বলেন, মানুষ নিজে থেকে সচেতন নয়। এ কারণে শুক্রবার থেকে পুলিশ আরও কঠোর অবস্থান নিয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মাঠে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। অনেক রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানতে জেলায় একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।
সিরাজগঞ্জ: সরকার ঘোষিত চলাচলে বিধিনিষেধ কার্যকর ও করোনার সংক্রমণের ঝুঁকি কমাতে সিরাজগঞ্জ শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে শহরের গুরুত্বপূর্ণ সংযোগ বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
আজ শনিবার সকালে শহর ঘুরে দেখা যায় শহরের বাজার স্টেশন, খেদন সর্দারের মোড়, মুক্তিযোদ্ধা সংসদ গলি, টুকু ব্রীজ, ইলিয়ট ব্রীজ, সরকারি কলেজ গেট, শহীদ নাজমুল চত্বর, পামতলা মোড়, সদর থানা গেট ও পোস্ট অফিস সড়ক গুলোতে বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পণ্যবাহী পরিবহন ও জরুরী সেবার যানবাহন চলাচলের জন্য বাজার স্টেশন এলাকা থেকে নিউ ঢাকা রোড, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা সড়ক ও বগুড়া রোড চালু রয়েছে।
বাজার স্টেশন চেকপোস্টে দায়িত্বরত সদর থানার এসআই আবু ছাইদ জানান, আমরা মুভমেন্ট পাশ ছাড়া কাউকে রাস্তায় বের হতে দিচ্ছি না। তবে অ্যাম্বুলেন্স ও গুরুতর অসুস্থ রোগীবাহী গাড়ি ছেড়ে দিচ্ছি।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিদ্ধ আখতার পিপিএম বলেন, সরকারের ১৮ দফা নিদের্শনা বাস্তবায়ন করতে এই পদক্ষেপ। এ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকটি প্রবেশমুখ বন্ধ হতে পারে।
তিনি আরও বলেন, মানুষ নিজে থেকে সচেতন নয়। এ কারণে শুক্রবার থেকে পুলিশ আরও কঠোর অবস্থান নিয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মাঠে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। অনেক রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানতে জেলায় একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।
জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৯ মিনিট আগেআমি ২৫-৩০ বছর ধরে ঢাকা যাই না। ঢাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাড়ির পাশের জমিতে আমি কৃষিকাজ করি। গ্রামের পাশে বাজারে আমার দুই ছেলে ব্যবসা করে। তাদের জন্য প্রতিদিন বাজারে খাবার নিয়ে যাই। আমি নাকি কার পায়ের মধ্যে গুলি মারছি! ঢাকার এক মামলায় তারা আমার এবং দুই ছেলের নাম দিয়েছে।
৩৭ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাঁর কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ শেষে বেলা সোয়া ১টায় উপাচার্যর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
৪১ মিনিট আগেবরগুনায় মিথ্যা মামলা করায় বাদীকে হাজতবাস এবং দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে