চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন মন্তব্য করেন, সার বীজের জন্য কৃষকদের অনেক কষ্ট করতে হয়েছে। আজকে সার ও বীজ নিয়ে আমরা কৃষকদের দ্বারে দ্বারে ঘুরছি। এ সময় দেশের সব কৃষকদের সুদ মুক্ত কৃষি ঋণ প্রদানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য মকবুল হোসেন।
সংসদ সদস্য মকবুল হোসেন বলেছেন, ‘এক সময় সার বীজের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে। আর আজকে সার ও বীজ নিয়ে আমরা কৃষকদের দ্বারে দ্বারে ঘুরছি। কৃষক বাংলাদেশের মূল চালিকা শক্তি।’
সংসদ সদস্য দেশের সব কৃষকদের সুদ মুক্ত কৃষি ঋণ প্রদানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়া আহ্বান করেন।
২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন—উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী প্রমুখ।
উপজেলার ৬ হাজার ৬৭০ জন কৃষকদের মধ্যে প্রায় ৫৮ লাখ টাকার বিভিন্ন প্রজাতির বীজ ও সার বিতরণ করা হয়।
পাবনার চাটমোহরে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন মন্তব্য করেন, সার বীজের জন্য কৃষকদের অনেক কষ্ট করতে হয়েছে। আজকে সার ও বীজ নিয়ে আমরা কৃষকদের দ্বারে দ্বারে ঘুরছি। এ সময় দেশের সব কৃষকদের সুদ মুক্ত কৃষি ঋণ প্রদানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য মকবুল হোসেন।
সংসদ সদস্য মকবুল হোসেন বলেছেন, ‘এক সময় সার বীজের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে। আর আজকে সার ও বীজ নিয়ে আমরা কৃষকদের দ্বারে দ্বারে ঘুরছি। কৃষক বাংলাদেশের মূল চালিকা শক্তি।’
সংসদ সদস্য দেশের সব কৃষকদের সুদ মুক্ত কৃষি ঋণ প্রদানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়া আহ্বান করেন।
২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন—উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী প্রমুখ।
উপজেলার ৬ হাজার ৬৭০ জন কৃষকদের মধ্যে প্রায় ৫৮ লাখ টাকার বিভিন্ন প্রজাতির বীজ ও সার বিতরণ করা হয়।
চট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২৩ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
২৭ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৩৯ মিনিট আগে