দ্বাদশ সংসদ নির্বাচন: সোনামসজিদ স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩: ২৮
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৪: ৩৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আজ শনিবার ও আগামীকাল রোববার দুই দিন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। অবশ্য সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গতকাল শুক্রবার সাধারণ নিয়মেই এই স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

হারুন অর রশিদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণায় আজ শনিবার ও আগামীকাল রোববার সোনামসজিদ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

তিনি জানান, এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় এই পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত