সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ান ও সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিনের ওপর পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন—কাজীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দিন ও পৌর যুবলীগের সহসভাপতি সোহাগ।
আজ দুপুরে কাজীপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
সংবাদ সম্মেলনে খলিলুর রহমান সিরাজী বলেন, গত ২৯ নভেম্বর কাজীপুর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম কুড়ানকে কতিপয় দুষ্কৃতকারী মোবাইল ফোনে ডেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। বর্তমানে তিনি বগুড়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত কিছু নেতা-কর্মী কাজীপুর পৌরসভার সাবেক মেয়র ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজাম উদ্দিনের বাড়িতে ঢুকে তাঁদের কুপিয়ে জখম করে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই দুটি ঘটনা কাজীপুর উপজেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হওয়ায় ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানানো হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজ করছে তখন কিছু বিপথগামী নেতা-কর্মী হামলার ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
প্রাথমিক অভিযোগের ভিত্তিতে কাজীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দিন ও পৌর যুবলীগের সহসভাপতি সোহাগকে সাময়িক বহিষ্কার করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবে। তদন্তে আরও কোনো নেতা-কর্মীর সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ান ও সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিনের ওপর পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন—কাজীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দিন ও পৌর যুবলীগের সহসভাপতি সোহাগ।
আজ দুপুরে কাজীপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
সংবাদ সম্মেলনে খলিলুর রহমান সিরাজী বলেন, গত ২৯ নভেম্বর কাজীপুর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম কুড়ানকে কতিপয় দুষ্কৃতকারী মোবাইল ফোনে ডেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। বর্তমানে তিনি বগুড়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত কিছু নেতা-কর্মী কাজীপুর পৌরসভার সাবেক মেয়র ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজাম উদ্দিনের বাড়িতে ঢুকে তাঁদের কুপিয়ে জখম করে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই দুটি ঘটনা কাজীপুর উপজেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হওয়ায় ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানানো হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজ করছে তখন কিছু বিপথগামী নেতা-কর্মী হামলার ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
প্রাথমিক অভিযোগের ভিত্তিতে কাজীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দিন ও পৌর যুবলীগের সহসভাপতি সোহাগকে সাময়িক বহিষ্কার করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবে। তদন্তে আরও কোনো নেতা-কর্মীর সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
১২ মিনিট আগেপুরানো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
২৯ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
৩৮ মিনিট আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১ ঘণ্টা আগে