Ajker Patrika

কাজীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ২ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২২: ৩৮
কাজীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ২ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ান ও সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিনের ওপর পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন—কাজীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দিন ও পৌর যুবলীগের সহসভাপতি সোহাগ। 

আজ দুপুরে কাজীপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। 

সংবাদ সম্মেলনে খলিলুর রহমান সিরাজী বলেন, গত ২৯ নভেম্বর কাজীপুর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম কুড়ানকে কতিপয় দুষ্কৃতকারী মোবাইল ফোনে ডেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। বর্তমানে তিনি বগুড়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত কিছু নেতা-কর্মী কাজীপুর পৌরসভার সাবেক মেয়র ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজাম উদ্দিনের বাড়িতে ঢুকে তাঁদের কুপিয়ে জখম করে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এই দুটি ঘটনা কাজীপুর উপজেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হওয়ায় ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানানো হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজ করছে তখন কিছু বিপথগামী নেতা-কর্মী হামলার ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। 

প্রাথমিক অভিযোগের ভিত্তিতে কাজীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দিন ও পৌর যুবলীগের সহসভাপতি সোহাগকে সাময়িক বহিষ্কার করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবে। তদন্তে আরও কোনো নেতা-কর্মীর সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত