আবুল কাশেম, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পেঁয়াজ চাষের জন্য আলাদা পরিচিতি আছে পাবনার সাঁথিয়া উপজেলার। এখানকার হাট-বাজারে মুড়িকাটা পেঁয়াজ গত এক সপ্তাহ ধরে প্রতি মণ ৪ হাজার থেকে ৪ হাজার ৫ শ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ পাইকারি ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের এই ভরা মৌসুমে এমন দাম অনেকটাই অস্বাভাবিক। আর এই অস্বাভাবিক দামের কারণে মাঝে মধ্যেই রাতের অন্ধকারে খেত থেকে চুরি হচ্ছে পেঁয়াজ।
চুরি ঠেকাতে রাত জেগে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন সাঁথিয়া উপজেলার কৃষকেরা। কোনো কোনো পেঁয়াজ চাষি আবার চোরের ভয়ে পরিপক্ব হওয়ার আগেই খেত থেকে পেঁয়াজ তুলে বিক্রি করছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলায় এবার প্রায় ১৭ হাজার ১০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে আগাম বা মুড়িকাটা জাতের পেঁয়াজ। বাকি সাড়ে ১৫ হাজার হেক্টর জমিতে হালি জাতের পেঁয়াজ আবাদ করা হয়েছে।
কয়েকটি গ্রাম ঘুরে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামের হোসেন, হাঁড়িয়া গ্রামের মঞ্জুর খেত থেকে পেঁয়াজ চুরি হয়েছে। সাঁথিয়ার পুন্ডুরিয়া গ্রামের এক সপ্তাহে হাবুল মানিক মন্টু, ইমদাদুল হকসহ প্রায় ১০-১১ জন কৃষকের পেঁয়াজ খেত থেকে ২২ থেকে ২৫ মণ পেঁয়াজ চুরি হয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে আফড়া গ্রামের খেতে গিয়ে দেখা যায় পেঁয়াজ পাহারার জন্য খেতের পাশে কুঁড়ে ঘর তুলেছেন কৃষক। খানিকটা দূরে দূরে এ রকম ঘর তুলে তিন-চার জন করে বসে আড্ডা দিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন পেঁয়াজ।
কৃষকেরা জানান, মুড়িকাটা পেঁয়াজ খেতের সব পেঁয়াজই বেশ বড় হয়েছে। এ পেঁয়াজ তুলতে সময় লাগে না। একজন আধঘণ্টা সময় পেঁয়াজ তুললে এক থেকে দেড় মণ পেঁয়াজ তুলতে পারে। তাই সুযোগ মতো দুই-তিনজন চোর এসে ১০-১৫ মিনিটের মধ্যেই দুই-তিন মণ পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছে।
সাঁথিয়ার পুন্ডুরিয়া গ্রামের পেঁয়াজচাষি খালেক ব্যাপারী বলেন, ‘এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে। তা ছাড়া দামও খুব ভালো পাওয়া যাচ্ছে। এ কারণে খেতে চোরের উৎপাত খুব বাড়ছে। সাঁথিয়ার অনেক গ্রামের কৃষকেরা মুড়িকাটা পেঁয়াজ আগে লাগায় তাই তারা আগে বিক্রি করেছে। এখন আমাদের এলাকায় পেঁয়াজ উঠতে শুরু হয়েছে। একে তো চোরের ভয়, তা ছাড়া দামও ভালো। তাই পুরোপুরি পাকার আগেই জমির সব পেঁয়াজ তুলে নেওয়া হচ্ছে।’
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী বলেন, পেঁয়াজের এই ভরা মৌসুমে কৃষকেরা ভালো দামে পেঁয়াজ বিক্রি করছেন। দামের কারণেই কোনো কোনো জায়গায় খেত থেকে পেঁয়াজ চুরি হচ্ছে। তবে বিষয়টি সম্পর্কে শিগগিরই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানায় জানানো হবে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমান বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় এলাকার পেঁয়াজ খেতে রাতে সঙ্গবদ্ধ চোররা চুরি করছে খবর পেয়েছি। তবে কেউ অভিযোগ দায়ের করেনি। চুরি বন্ধ করতে এলাকার চেয়ারম্যান, মেম্বরের মাধ্যমে গ্রামে গ্রামে কৃষকদের রাতে দল বেঁধে পাহারা দিতে বলা হচ্ছে। আমরা আপনাদের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
পেঁয়াজ চাষের জন্য আলাদা পরিচিতি আছে পাবনার সাঁথিয়া উপজেলার। এখানকার হাট-বাজারে মুড়িকাটা পেঁয়াজ গত এক সপ্তাহ ধরে প্রতি মণ ৪ হাজার থেকে ৪ হাজার ৫ শ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ পাইকারি ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের এই ভরা মৌসুমে এমন দাম অনেকটাই অস্বাভাবিক। আর এই অস্বাভাবিক দামের কারণে মাঝে মধ্যেই রাতের অন্ধকারে খেত থেকে চুরি হচ্ছে পেঁয়াজ।
চুরি ঠেকাতে রাত জেগে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন সাঁথিয়া উপজেলার কৃষকেরা। কোনো কোনো পেঁয়াজ চাষি আবার চোরের ভয়ে পরিপক্ব হওয়ার আগেই খেত থেকে পেঁয়াজ তুলে বিক্রি করছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলায় এবার প্রায় ১৭ হাজার ১০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে আগাম বা মুড়িকাটা জাতের পেঁয়াজ। বাকি সাড়ে ১৫ হাজার হেক্টর জমিতে হালি জাতের পেঁয়াজ আবাদ করা হয়েছে।
কয়েকটি গ্রাম ঘুরে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামের হোসেন, হাঁড়িয়া গ্রামের মঞ্জুর খেত থেকে পেঁয়াজ চুরি হয়েছে। সাঁথিয়ার পুন্ডুরিয়া গ্রামের এক সপ্তাহে হাবুল মানিক মন্টু, ইমদাদুল হকসহ প্রায় ১০-১১ জন কৃষকের পেঁয়াজ খেত থেকে ২২ থেকে ২৫ মণ পেঁয়াজ চুরি হয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে আফড়া গ্রামের খেতে গিয়ে দেখা যায় পেঁয়াজ পাহারার জন্য খেতের পাশে কুঁড়ে ঘর তুলেছেন কৃষক। খানিকটা দূরে দূরে এ রকম ঘর তুলে তিন-চার জন করে বসে আড্ডা দিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন পেঁয়াজ।
কৃষকেরা জানান, মুড়িকাটা পেঁয়াজ খেতের সব পেঁয়াজই বেশ বড় হয়েছে। এ পেঁয়াজ তুলতে সময় লাগে না। একজন আধঘণ্টা সময় পেঁয়াজ তুললে এক থেকে দেড় মণ পেঁয়াজ তুলতে পারে। তাই সুযোগ মতো দুই-তিনজন চোর এসে ১০-১৫ মিনিটের মধ্যেই দুই-তিন মণ পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছে।
সাঁথিয়ার পুন্ডুরিয়া গ্রামের পেঁয়াজচাষি খালেক ব্যাপারী বলেন, ‘এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে। তা ছাড়া দামও খুব ভালো পাওয়া যাচ্ছে। এ কারণে খেতে চোরের উৎপাত খুব বাড়ছে। সাঁথিয়ার অনেক গ্রামের কৃষকেরা মুড়িকাটা পেঁয়াজ আগে লাগায় তাই তারা আগে বিক্রি করেছে। এখন আমাদের এলাকায় পেঁয়াজ উঠতে শুরু হয়েছে। একে তো চোরের ভয়, তা ছাড়া দামও ভালো। তাই পুরোপুরি পাকার আগেই জমির সব পেঁয়াজ তুলে নেওয়া হচ্ছে।’
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী বলেন, পেঁয়াজের এই ভরা মৌসুমে কৃষকেরা ভালো দামে পেঁয়াজ বিক্রি করছেন। দামের কারণেই কোনো কোনো জায়গায় খেত থেকে পেঁয়াজ চুরি হচ্ছে। তবে বিষয়টি সম্পর্কে শিগগিরই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানায় জানানো হবে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমান বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় এলাকার পেঁয়াজ খেতে রাতে সঙ্গবদ্ধ চোররা চুরি করছে খবর পেয়েছি। তবে কেউ অভিযোগ দায়ের করেনি। চুরি বন্ধ করতে এলাকার চেয়ারম্যান, মেম্বরের মাধ্যমে গ্রামে গ্রামে কৃষকদের রাতে দল বেঁধে পাহারা দিতে বলা হচ্ছে। আমরা আপনাদের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৭ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৭ ঘণ্টা আগে