পাবনা প্রতিনিধি
২০১৬ সালের ৪ ডিসেম্বর। মা সালেহা খাতুনকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় ফিরে একসঙ্গে খাবার খান আব্দুল গাফ্ফার পিয়াস। পরে ভাইকে সহযোগিতা করতে তাঁর দোকানে বসেন। ওই দিন বেলা আড়াইটার দিকে কয়েকজন তাঁকে মাইক্রোতে করে নিয়ে যান। এরপর কেটে যায় আট বছর, এখনো তাঁর সন্ধান পায়নি পরিবার।
আজ সোমবার দুপুরে গুমের শিকার আব্দুর গাফ্ফার পিয়াসকে ফেরত চেয়ে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। তাঁরা পিয়াসের সন্ধান চেয়ে প্রশাসনের সাহায্য কামনা করেন।
আব্দুল গাফ্ফার পিয়াস পাবনা শহরের লাইব্রেরি বাজারের মৃত হারুনুর রশিদের ছেলে।
পরিবারের সদস্যরা বলেন, কয়েকজন লোক সাদাপোশাকে এসেই তাঁর মোবাইল কেড়ে নেয় এবং বাইরে আসতে বলে। বাইরে এলেই সঙ্গে সঙ্গেই সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে চলে যায় তারা। ঘটনার পর সেদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও পুলিশ জিডি নেয়নি। তবে তার পড়াশোনা, চলাফেরা, ধর্ম নিয়ে পুলিশ নানা সময়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। পিয়াস মাদ্রাসা থেকে পাস করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল।
পিয়াসের মা সালেহা খাতুন বলেন, ‘ছেলেটা খুব ধার্মিক ছিল। কিন্তু কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে যত অপরাধই করুক না কেন, প্রচলিত আইনে তার বিচার হোক। কিন্তু আমরা তার খোঁজ চাই। সে কোথায় আছে, কেমন আছে জানি না। আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক আমার ছেলেকে।’
সংবাদ সম্মেলনে মা সালেহা খাতুন, ভাই আব্দুল হালিম, আব্দুল হামিদ, ভাবি সুমাইয়া মিম, শম্পা খাতুন ও সুরাইয়া খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ৪ ডিসেম্বর। মা সালেহা খাতুনকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় ফিরে একসঙ্গে খাবার খান আব্দুল গাফ্ফার পিয়াস। পরে ভাইকে সহযোগিতা করতে তাঁর দোকানে বসেন। ওই দিন বেলা আড়াইটার দিকে কয়েকজন তাঁকে মাইক্রোতে করে নিয়ে যান। এরপর কেটে যায় আট বছর, এখনো তাঁর সন্ধান পায়নি পরিবার।
আজ সোমবার দুপুরে গুমের শিকার আব্দুর গাফ্ফার পিয়াসকে ফেরত চেয়ে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। তাঁরা পিয়াসের সন্ধান চেয়ে প্রশাসনের সাহায্য কামনা করেন।
আব্দুল গাফ্ফার পিয়াস পাবনা শহরের লাইব্রেরি বাজারের মৃত হারুনুর রশিদের ছেলে।
পরিবারের সদস্যরা বলেন, কয়েকজন লোক সাদাপোশাকে এসেই তাঁর মোবাইল কেড়ে নেয় এবং বাইরে আসতে বলে। বাইরে এলেই সঙ্গে সঙ্গেই সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে চলে যায় তারা। ঘটনার পর সেদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও পুলিশ জিডি নেয়নি। তবে তার পড়াশোনা, চলাফেরা, ধর্ম নিয়ে পুলিশ নানা সময়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। পিয়াস মাদ্রাসা থেকে পাস করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল।
পিয়াসের মা সালেহা খাতুন বলেন, ‘ছেলেটা খুব ধার্মিক ছিল। কিন্তু কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে যত অপরাধই করুক না কেন, প্রচলিত আইনে তার বিচার হোক। কিন্তু আমরা তার খোঁজ চাই। সে কোথায় আছে, কেমন আছে জানি না। আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক আমার ছেলেকে।’
সংবাদ সম্মেলনে মা সালেহা খাতুন, ভাই আব্দুল হালিম, আব্দুল হামিদ, ভাবি সুমাইয়া মিম, শম্পা খাতুন ও সুরাইয়া খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে