চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহ করা পানি না পেয়ে কলস নিয়ে বিক্ষোভ করছেন শহরের মসজিদপাড়ার বাসিন্দার। আজ সোমবার দুপুরে কলস, বোতল ও জার নিয়ে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল সহকারে পৌরসভায় সামনে এসে জড়ো হন।
এ সময় তাঁরা পানি সংকটের কথা পৌর কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। পরে পৌর কর্তৃপক্ষের নতুন গভীর নলকূপ স্থাপনের আশ্বাসে ভুক্তভোগী নাগরিকেরা ফিরে যান।
মসজিদপাড়া এলাকায় বাসিন্দারা অভিযোগ করেন, কয়েক দিন থেকে তাঁরা পৌরসভার সরবরাহ করা পানি পাচ্ছেন না। এতে তাঁদের রান্নাসহ দৈনন্দিন নানা কাজে সংকটে পড়তে হচ্ছে। পৌর কাউন্সিলরকে একাধিকবার বলেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই বিক্ষোভ করে পৌরসভায় এসেছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান জানান, কয়েক দিন লোডশেডিংয়ের কারণে পানির তোলার গভীর নলকূপগুলো চালাতে গিয়ে একটু ব্যাঘাত হচ্ছে। এ ছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির তোলা হচ্ছে কম। এসব কারণে পানি সরবরাহে কিছু কিছু এলাকায় সমস্যা হচ্ছে। মসজিদপাড়া এলাকার বাসিন্দাদের সমস্যা সমাধানে দ্রুত ওই এলাকায় নতুন একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রকৌশলী মামুন অর রশিদ বলেন, ‘পৌরসভা ২০ হাজার ৬০০ গ্রাহককে ২৭টি গভীর নলকূপ ও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। আমরা গ্রাহকদের পানি সরবরাহ স্বাভাবিক রাখতে খরচের খাতের প্রথমেই গভীর নলকূপগুলোর বিদ্যুৎ বিলকে রেখেছি। এখন প্রিপেইড মিটার হওয়ায় সব সময়ই সতর্ক থাকি। গ্রাহকদের কাছে কোটি টাকার ওপরে বকেয়া পানির বিল পড়ে আছে। নিয়মিত যদি গ্রাহকেরা পানির বিল পরিশোধ করেন; তাহলে আমাদের ওপর কিছুটা চাপ কমে।’
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহ করা পানি না পেয়ে কলস নিয়ে বিক্ষোভ করছেন শহরের মসজিদপাড়ার বাসিন্দার। আজ সোমবার দুপুরে কলস, বোতল ও জার নিয়ে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল সহকারে পৌরসভায় সামনে এসে জড়ো হন।
এ সময় তাঁরা পানি সংকটের কথা পৌর কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। পরে পৌর কর্তৃপক্ষের নতুন গভীর নলকূপ স্থাপনের আশ্বাসে ভুক্তভোগী নাগরিকেরা ফিরে যান।
মসজিদপাড়া এলাকায় বাসিন্দারা অভিযোগ করেন, কয়েক দিন থেকে তাঁরা পৌরসভার সরবরাহ করা পানি পাচ্ছেন না। এতে তাঁদের রান্নাসহ দৈনন্দিন নানা কাজে সংকটে পড়তে হচ্ছে। পৌর কাউন্সিলরকে একাধিকবার বলেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই বিক্ষোভ করে পৌরসভায় এসেছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান জানান, কয়েক দিন লোডশেডিংয়ের কারণে পানির তোলার গভীর নলকূপগুলো চালাতে গিয়ে একটু ব্যাঘাত হচ্ছে। এ ছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির তোলা হচ্ছে কম। এসব কারণে পানি সরবরাহে কিছু কিছু এলাকায় সমস্যা হচ্ছে। মসজিদপাড়া এলাকার বাসিন্দাদের সমস্যা সমাধানে দ্রুত ওই এলাকায় নতুন একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রকৌশলী মামুন অর রশিদ বলেন, ‘পৌরসভা ২০ হাজার ৬০০ গ্রাহককে ২৭টি গভীর নলকূপ ও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। আমরা গ্রাহকদের পানি সরবরাহ স্বাভাবিক রাখতে খরচের খাতের প্রথমেই গভীর নলকূপগুলোর বিদ্যুৎ বিলকে রেখেছি। এখন প্রিপেইড মিটার হওয়ায় সব সময়ই সতর্ক থাকি। গ্রাহকদের কাছে কোটি টাকার ওপরে বকেয়া পানির বিল পড়ে আছে। নিয়মিত যদি গ্রাহকেরা পানির বিল পরিশোধ করেন; তাহলে আমাদের ওপর কিছুটা চাপ কমে।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে