Ajker Patrika

 রাজশাহীতে অন্যের ভোট দিতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
 রাজশাহীতে অন্যের ভোট দিতে গিয়ে যুবক আটক

রাজশাহীতে অন্যর ভোট দিতে গিয়ে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন। ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আজ রোববার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্যর ভোট দিতে যান তিনি। 

আটক যুবকের নাম মো. মহিবুল (৩০)। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলমের সমর্থক। মহিবুল নৌকা প্রতীকে জাল ভোট দিতে গিয়েছিলেন বলে অভিযোগ এ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের। 

খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাওদ উল হক জানান, তিনি অভিযোগ পান যে একজনের ভোট অন্যজন দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে সহকারী প্রিসাইডিং অফিসারদের সতর্ক করা হয়। দুপুরে মহিবুল অন্যজনের ভোট দিতে এলে তাঁকে আটক করা হয়। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সারা দিন তিনি থানার বাইরে আছেন। এই যুবককে থানায় নেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। থানায় ফিরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত