পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় দুর্বৃত্তদের রেখে যাওয়া লাল টেপ প্যাঁচানো একটি বোমা জব্দ করেছে র্যাব। পরে সেটি নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এএসআই সম্রাট হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে স্টেশন ও রেলওয়ে ইয়ার্ডে টহলের সময় হাবিলদার আব্দুল হান্নান প্রথমে এটি দেখতে পান। রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডে থেমে থাকা আন্ত:নগর ট্রেনের এসি বগির নিচে বস্তুটি দেখতে পাওয়া যায়। খবর দিলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ আহমেদসহ স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাসাদৃশ একটি বস্তু দেখতে পান।
এরপর থেকে ঘটনাস্থল রেলওয়ে পুলিশ সদস্যরা ঘিরে রাখে। খবর দেওয়া হয় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে। ঘটনাস্থলে যান র্যা-১২ পাবনার সদস্যরা।
খবর পেয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাশ ও সহকারী কমিশনার ভূমি টিএম রাহনিস কবির আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ইউএনও সুবীর কুমার দাশ বলেন, ‘ঈশ্বরদী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন স্টেশন হওয়া সত্ত্বেও এখানে সিসিটিভি ক্যামেরা নেই। এটি দুঃখজনক। সিসিটিভি ক্যামেরা থাকলে এ ঘটনার সঙ্গে জড়িতদের সহজেই শনাক্ত করা যেত।’
এরপর শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী র্যাব-৫ এর একটি বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে ওই বস্তুটি জব্দের পর সেটি বোমা হিসেবে শনাক্ত করে তারা। উদ্ধারের পর বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
রেলওয়ের পাকশী জেলা পুলিশ সুপার শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র্যাবের বোমা নিষ্ক্রিয় টিমকে খবর দেওয়া হয়। তারা এসে সেটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে।’
বোমাটি জব্দ ও নিষ্ক্রিয় করার পর সাংবাদিকদের ব্রিফিং করেন র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন পিপিএম। তিনি বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা আমাকে র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশনা দেন। পরে র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সকালে ঘটনাস্থলে এসে বোমাটি জব্দ ও নিষ্ক্রিয় করে।’
তিনি আরও বলেন, ‘বোমাটির ভেতর উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ছিল। সময়মতো উদ্ধার ও নিষ্ক্রিয় করা না গেলে বিস্ফোরিত হয়ে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারত। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি দুঃখজনক। জনমনে ভীতি সঞ্চার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দুষ্কৃতকারী গোষ্ঠী এ কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় দুর্বৃত্তদের রেখে যাওয়া লাল টেপ প্যাঁচানো একটি বোমা জব্দ করেছে র্যাব। পরে সেটি নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এএসআই সম্রাট হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে স্টেশন ও রেলওয়ে ইয়ার্ডে টহলের সময় হাবিলদার আব্দুল হান্নান প্রথমে এটি দেখতে পান। রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডে থেমে থাকা আন্ত:নগর ট্রেনের এসি বগির নিচে বস্তুটি দেখতে পাওয়া যায়। খবর দিলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ আহমেদসহ স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাসাদৃশ একটি বস্তু দেখতে পান।
এরপর থেকে ঘটনাস্থল রেলওয়ে পুলিশ সদস্যরা ঘিরে রাখে। খবর দেওয়া হয় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে। ঘটনাস্থলে যান র্যা-১২ পাবনার সদস্যরা।
খবর পেয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাশ ও সহকারী কমিশনার ভূমি টিএম রাহনিস কবির আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ইউএনও সুবীর কুমার দাশ বলেন, ‘ঈশ্বরদী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন স্টেশন হওয়া সত্ত্বেও এখানে সিসিটিভি ক্যামেরা নেই। এটি দুঃখজনক। সিসিটিভি ক্যামেরা থাকলে এ ঘটনার সঙ্গে জড়িতদের সহজেই শনাক্ত করা যেত।’
এরপর শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী র্যাব-৫ এর একটি বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে ওই বস্তুটি জব্দের পর সেটি বোমা হিসেবে শনাক্ত করে তারা। উদ্ধারের পর বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
রেলওয়ের পাকশী জেলা পুলিশ সুপার শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র্যাবের বোমা নিষ্ক্রিয় টিমকে খবর দেওয়া হয়। তারা এসে সেটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে।’
বোমাটি জব্দ ও নিষ্ক্রিয় করার পর সাংবাদিকদের ব্রিফিং করেন র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন পিপিএম। তিনি বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা আমাকে র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশনা দেন। পরে র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সকালে ঘটনাস্থলে এসে বোমাটি জব্দ ও নিষ্ক্রিয় করে।’
তিনি আরও বলেন, ‘বোমাটির ভেতর উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ছিল। সময়মতো উদ্ধার ও নিষ্ক্রিয় করা না গেলে বিস্ফোরিত হয়ে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারত। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি দুঃখজনক। জনমনে ভীতি সঞ্চার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দুষ্কৃতকারী গোষ্ঠী এ কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে