নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন (সংশোধন আইন ২০১১ দ্বারা সংশোধিত, ১৩ [খ] ধারা) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
আজ বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। ফোনে যোগাযোগ করা হলে সাইফুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করায় উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ শিরিনা আক্তারকে পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করার আরেকটি পত্র দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমি মন্ত্রণালয় থেকে জারি করা বরখাস্তের চিঠি এখনো হাতে পাইনি। চিঠি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করব।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর বলেন, উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় অনেক আগেই আসাদুজ্জামান আসাদকে আওয়ামী লীগের সব পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
২০২২ সালের ২৩ সেপ্টেম্বর ফেসবুকে লাইভে এসে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদের বিরুদ্ধে কথা বলায় উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। এ নিয়ে জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলা তদন্ত শেষে গত ৩১ জানুয়ারি আসাদুজ্জামান আসাদ ও তাঁর দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী।
ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন (সংশোধন আইন ২০১১ দ্বারা সংশোধিত, ১৩ [খ] ধারা) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
আজ বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। ফোনে যোগাযোগ করা হলে সাইফুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করায় উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ শিরিনা আক্তারকে পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করার আরেকটি পত্র দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমি মন্ত্রণালয় থেকে জারি করা বরখাস্তের চিঠি এখনো হাতে পাইনি। চিঠি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করব।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর বলেন, উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় অনেক আগেই আসাদুজ্জামান আসাদকে আওয়ামী লীগের সব পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
২০২২ সালের ২৩ সেপ্টেম্বর ফেসবুকে লাইভে এসে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদের বিরুদ্ধে কথা বলায় উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। এ নিয়ে জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলা তদন্ত শেষে গত ৩১ জানুয়ারি আসাদুজ্জামান আসাদ ও তাঁর দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১০ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৩৫ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৪৩ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১ ঘণ্টা আগে