নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কাজী আব্দুল ওয়াদুদ দারার ‘নির্দেশে’ সভা ডেকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে পুঠিয়ার একটি কমিউনিটি সেন্টারে এই সভা ডাকেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। তবে সভায় ডাক পাননি উপজেলা আওয়ামী লীগের সাধারণ শাহরিয়ার রহিম কনক।
সভায় প্রতিমন্ত্রী দারার পছন্দের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোল্লার নাম ঘোষণা করা হয়।
এ ঘটনায় আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন অপর চেয়ারম্যান প্রার্থী জিএম হিরা বাচ্চু।
বিষয়টি নিয়ে কথা বলতে প্রতিমন্ত্রী দারাকে ফোন কলা করা হলে তিনি রিসিভ করেননি।
দলীয় সূত্রে জানা গেছে, ওই সভায় চেয়ারম্যান প্রার্থী আবদুস সামাদ মোল্লাও উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি এবং ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
সভায় হ্যান্ডমাইকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার নির্দেশে এই সভা ডাকা হয়েছে। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন তাঁর সমর্থিত প্রার্থী আব্দুস সামাদ মোল্লাকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করতে। তাই পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমরা আব্দুস সামাদ মোল্লাকে ঘোষণা করছি। আমরা সবাই তাঁর জন্য ভোট করব। তিনিই আমাদের আওয়ামী লীগের প্রার্থী।’
সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ মোল্লা বলেন, ‘জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদকের (আব্দুল ওয়াদুদ দারা) নির্দেশে উপজেলা আওয়ামী লীগ এই সভা ডেকেছে। এই মিটিংয়ে আমাকে আসন্ন উপজেলা নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করায় আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি। শেখ হাসিনা সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের একমাত্র নেতা আলহাজ আব্দুল ওয়াদুদ দারা মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞ। পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আপনাদের দোয়া প্রার্থী।’
এই সভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার পরপরই পুঠিয়া ত্রিমোহনী মোড়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য জিএম হিরা বাচ্চু প্রতিবাদ সমাবেশ করেন। তিনি বলেন, ‘আজ থেকে তিন বছর আগে সিজার অপারেশন করার মতো করে শুধু সভাপতি–সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে আজ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এই কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশনা দিয়ে রেখেছেন যে কোনো ভাবেই মন্ত্রী–এমপিরা নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবেন না, কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবেন।’
আজ জিএম হিরা বাচ্চু সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সামাদ প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ছবি ব্যানার ও ফেস্টুনে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে এলাকার ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম সভা ডেকে আব্দুস সামাদকে প্রতিমন্ত্রীর সমর্থিত প্রার্থী বলে ঘোষণা করেছেন। গত ৫ মে অভিযোগ দেওয়ার পরও আব্দুস সামাদের সঙ্গে প্রতিমন্ত্রীর ছবিযুক্ত ব্যানার ও ফেস্টুন টানানো আছে।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘মন্ত্রী মহোদয় আমাকে ফোন করে বলেছেন আমার চয়েসের প্রার্থী সামাদ মোল্লা। তাঁর পক্ষে খাটেন। তখন আমরা মিটিং করে ঘোষণা করেছি। এটা আমাদের ব্যক্তিগত চয়েসের প্রার্থী।’
তবে সভায় ডাক না পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কমিটিতে শুধু সভাপতি–সাধারণ সম্পাদক রয়েছেন। সেই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে ডাকা হয়নি। উপজেলা আওয়ামী লীগ কাউকে সমর্থন দেয়নি। এটা প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার সমর্থন। তিনিই সভাপতিকে দিয়ে মিটিং করিয়ে প্রার্থী ঘোষণা করেছেন।’
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদকে ফোনকল করা হলে তিনি বারবার কেটে দেন।
পুঠিয়ার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুর হোসেন নির্ঝর বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কাজী আব্দুল ওয়াদুদ দারার ‘নির্দেশে’ সভা ডেকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে পুঠিয়ার একটি কমিউনিটি সেন্টারে এই সভা ডাকেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। তবে সভায় ডাক পাননি উপজেলা আওয়ামী লীগের সাধারণ শাহরিয়ার রহিম কনক।
সভায় প্রতিমন্ত্রী দারার পছন্দের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোল্লার নাম ঘোষণা করা হয়।
এ ঘটনায় আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন অপর চেয়ারম্যান প্রার্থী জিএম হিরা বাচ্চু।
বিষয়টি নিয়ে কথা বলতে প্রতিমন্ত্রী দারাকে ফোন কলা করা হলে তিনি রিসিভ করেননি।
দলীয় সূত্রে জানা গেছে, ওই সভায় চেয়ারম্যান প্রার্থী আবদুস সামাদ মোল্লাও উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি এবং ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
সভায় হ্যান্ডমাইকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার নির্দেশে এই সভা ডাকা হয়েছে। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন তাঁর সমর্থিত প্রার্থী আব্দুস সামাদ মোল্লাকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করতে। তাই পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমরা আব্দুস সামাদ মোল্লাকে ঘোষণা করছি। আমরা সবাই তাঁর জন্য ভোট করব। তিনিই আমাদের আওয়ামী লীগের প্রার্থী।’
সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ মোল্লা বলেন, ‘জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদকের (আব্দুল ওয়াদুদ দারা) নির্দেশে উপজেলা আওয়ামী লীগ এই সভা ডেকেছে। এই মিটিংয়ে আমাকে আসন্ন উপজেলা নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করায় আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি। শেখ হাসিনা সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের একমাত্র নেতা আলহাজ আব্দুল ওয়াদুদ দারা মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞ। পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আপনাদের দোয়া প্রার্থী।’
এই সভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার পরপরই পুঠিয়া ত্রিমোহনী মোড়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য জিএম হিরা বাচ্চু প্রতিবাদ সমাবেশ করেন। তিনি বলেন, ‘আজ থেকে তিন বছর আগে সিজার অপারেশন করার মতো করে শুধু সভাপতি–সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে আজ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এই কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশনা দিয়ে রেখেছেন যে কোনো ভাবেই মন্ত্রী–এমপিরা নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবেন না, কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবেন।’
আজ জিএম হিরা বাচ্চু সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সামাদ প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ছবি ব্যানার ও ফেস্টুনে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে এলাকার ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম সভা ডেকে আব্দুস সামাদকে প্রতিমন্ত্রীর সমর্থিত প্রার্থী বলে ঘোষণা করেছেন। গত ৫ মে অভিযোগ দেওয়ার পরও আব্দুস সামাদের সঙ্গে প্রতিমন্ত্রীর ছবিযুক্ত ব্যানার ও ফেস্টুন টানানো আছে।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘মন্ত্রী মহোদয় আমাকে ফোন করে বলেছেন আমার চয়েসের প্রার্থী সামাদ মোল্লা। তাঁর পক্ষে খাটেন। তখন আমরা মিটিং করে ঘোষণা করেছি। এটা আমাদের ব্যক্তিগত চয়েসের প্রার্থী।’
তবে সভায় ডাক না পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কমিটিতে শুধু সভাপতি–সাধারণ সম্পাদক রয়েছেন। সেই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে ডাকা হয়নি। উপজেলা আওয়ামী লীগ কাউকে সমর্থন দেয়নি। এটা প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার সমর্থন। তিনিই সভাপতিকে দিয়ে মিটিং করিয়ে প্রার্থী ঘোষণা করেছেন।’
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদকে ফোনকল করা হলে তিনি বারবার কেটে দেন।
পুঠিয়ার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুর হোসেন নির্ঝর বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৩ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২ ঘণ্টা আগে