নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাড়ি, ব্যবসা আর কারাভোগের ‘তথ্য গোপন করে’ রাজশাহীর দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিযোগ উঠেছে। দ্বিতীয় ধাপে গত ২১ মে দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচনে তিনি জয়ী হন।
এর আগে ১৫ মে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা কল্যাণ চৌধুরীর কাছে তাঁর বিরুদ্ধে তথ্য গোপনের একটি লিখিত অভিযোগ করেন আব্দুল মজিদ নামে প্রতিদ্বন্দ্বী এক চেয়ারম্যান প্রার্থী। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক বিষয়টি তদন্তের দায়িত্ব পান। এর মধ্যে ২১ মে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।
এ বিষয়ে (সোমবার) জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রমাণিক আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি তদন্ত করে রিটার্নিং কর্মকর্তাকে প্রতিবেদন পাঠিয়েছি। তারপর কী হয়েছে বলতে পারব না।’ তবে তদন্তে কী পাওয়া গেছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বলেন, ‘প্রার্থীর বাড়ি বা সম্পদ থাকলে তা হলফনামায় দেখাতে হবে। দণ্ডভোগ করলে সেটাও উল্লেখ করতে হবে। অভিযোগটি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তদন্ত করতে দিয়েছিলাম। এখনো প্রতিবেদন হাতে পাইনি।’
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করার অভিযোগে ২০১৯ সালের ৯ মার্চ ভ্রাম্যমাণ আদালত শরীফুজ্জামান শরীফসহ ১২ জনকে অস্ত্র, গুলি ও নগদ সাড়ে তিন লাখ টাকাসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ১২ আসামিকেই পাঁচ দিন করে কারাদণ্ড দেন। তবে নির্বাচনী হলফনামায় এই কারাভোগের কথা উল্লেখ করেননি তিনি।
এ ছাড়া রাজশাহী শহরের রামচন্দ্রপুর মৌজায় নিজের নামে শূন্য দশমিক শূন্য ১০,১২৫ একর বাড়িসহ জমি আছে। এর আরএস খতিয়ান নম্বর ৬২৪, প্রস্তাবিত খতিয়ান ৬৮৫৪, হোল্ডিং নম্বর ৬৬২৫ ও দাগ নম্বর ২২৮৮। এ জমিতে ‘বিসমিল্লাহ টাওয়ার’ নামে নির্মাণাধীন ভবনে মোট ২৫ জনের অংশ আছে। এর মধ্যে শরীফের নিজ নামের অংশ শূন্য দশমিক শূন্য ১০,১২৫ একর। ১৬ / ৫৬১৬ নম্বর দলিলে শরীফের নিজ নামের অংশে ওই জমির মূল্য দেখানো হয়েছে ৭ লাখ ১০ হাজার টাকা। নির্মাণাধীন এই বাড়ি হলফনামায় উল্লেখ করা হয়নি।
একইভাবে দুর্গাপুরের সিংগা হাটে শরীফের মালিকানাধীন ‘আবু বাক্কার মাছের আড়ত’ নামে মাছের আড়ত রয়েছে। এই আড়তের বিষয়টিও উল্লেখ করা হয়নি হলফনামায়। হলফনামায় লিজকৃত পুকুর ১৪ বিঘা দেখানো হয়েছে। তবে তার নামে অন্তত শত বিঘা লিজকৃত পুকুরের তথ্য গোপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
শরীফের হলফনামায় পেশায় শিক্ষক ও মৎস্য ব্যবসায়ী উল্লেখ করা হয়েছে। তবে হলফনামায় মৎস্য খাত ও শিক্ষকতা থেকে কোনো আয় দেখানো হয়নি। অন্যান্য খাত থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা বাৎসরিক আয় দেখানো হলেও তা কোন খাত থেকে আসে তা উল্লেখ নেই। শরীফ হলফনামায় নিজ নামে তিন বিঘা অকৃষি জমি দেখিয়েছেন। কৃষিজমি না থাকলেও তা থেকে বছরে আয় দেখিয়েছেন ৪৫ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান শরীফুজ্জামান শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাঁচ দিন সাজাভোগ করেছি। ভ্রাম্যমাণ আদালতের সাজার বিষয় হলফনামায় উল্লেখ করতে হবে না বলে আমার আইনজীবী পরামর্শ দিয়েছিলেন। তাই সেটা হলফনামায় উল্লেখ করা হয়নি।’ বাড়ির তথ্য গোপনের বিষয়ে তিনি বলেন, ‘আমি অকৃষি জমি দেখিয়েছি ৩ বিঘা। জমির শ্রেণি এখনো ভিটা, বাড়ি হয়নি। তাই বাড়ি দেখানো হয়নি।’
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘হলফনামায় আমার পেশা মৎস্য। তার মানেই আমার আড়ত আছে। এসব অভিযোগ করে কোনো লাভ হবে না। অভিযোগ করার পর আমাকে শোকজ করা হয়েছিল। ভোটের সময়ই আমি সব ব্যাখ্যা দিয়েছি।’
অভিযোগকারী আব্দুল মজিদ বলেন, ‘গত ১৫ মে তথ্য গোপনের লিখিত অভিযোগ আমি রিটার্নিং কর্মকর্তা কাছে দিয়েছি। এ অভিযোগ তদন্ত করা হয়েছে কি না তা এখনো জানি না। তদন্ত হলে তার প্রতিবেদন কী সেটাও জানি না। অথচ তথ্য গোপন করায় অপরাধে প্রার্থিতাই বাতিল হওয়ার কথা।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন ২৭টি ভোটকেন্দ্র দখল করে রাখেন শরীফ। আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে ভোটারদের ঢুকতে দেননি। ভোটের রাত থেকে আমার নেতা কর্মীদের ওপর হামলা, দোকান ও ঘরবাড়ি ভাঙচুর–অগ্নিসংযোগ করা হয়েছে। ভোটের আগে তথ্য গোপনের অভিযোগ দিয়ে কোন ফল পাইনি। এখনো কোনো ফল পাচ্ছি না।’
বাড়ি, ব্যবসা আর কারাভোগের ‘তথ্য গোপন করে’ রাজশাহীর দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিযোগ উঠেছে। দ্বিতীয় ধাপে গত ২১ মে দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচনে তিনি জয়ী হন।
এর আগে ১৫ মে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা কল্যাণ চৌধুরীর কাছে তাঁর বিরুদ্ধে তথ্য গোপনের একটি লিখিত অভিযোগ করেন আব্দুল মজিদ নামে প্রতিদ্বন্দ্বী এক চেয়ারম্যান প্রার্থী। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক বিষয়টি তদন্তের দায়িত্ব পান। এর মধ্যে ২১ মে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।
এ বিষয়ে (সোমবার) জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রমাণিক আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি তদন্ত করে রিটার্নিং কর্মকর্তাকে প্রতিবেদন পাঠিয়েছি। তারপর কী হয়েছে বলতে পারব না।’ তবে তদন্তে কী পাওয়া গেছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বলেন, ‘প্রার্থীর বাড়ি বা সম্পদ থাকলে তা হলফনামায় দেখাতে হবে। দণ্ডভোগ করলে সেটাও উল্লেখ করতে হবে। অভিযোগটি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তদন্ত করতে দিয়েছিলাম। এখনো প্রতিবেদন হাতে পাইনি।’
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করার অভিযোগে ২০১৯ সালের ৯ মার্চ ভ্রাম্যমাণ আদালত শরীফুজ্জামান শরীফসহ ১২ জনকে অস্ত্র, গুলি ও নগদ সাড়ে তিন লাখ টাকাসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ১২ আসামিকেই পাঁচ দিন করে কারাদণ্ড দেন। তবে নির্বাচনী হলফনামায় এই কারাভোগের কথা উল্লেখ করেননি তিনি।
এ ছাড়া রাজশাহী শহরের রামচন্দ্রপুর মৌজায় নিজের নামে শূন্য দশমিক শূন্য ১০,১২৫ একর বাড়িসহ জমি আছে। এর আরএস খতিয়ান নম্বর ৬২৪, প্রস্তাবিত খতিয়ান ৬৮৫৪, হোল্ডিং নম্বর ৬৬২৫ ও দাগ নম্বর ২২৮৮। এ জমিতে ‘বিসমিল্লাহ টাওয়ার’ নামে নির্মাণাধীন ভবনে মোট ২৫ জনের অংশ আছে। এর মধ্যে শরীফের নিজ নামের অংশ শূন্য দশমিক শূন্য ১০,১২৫ একর। ১৬ / ৫৬১৬ নম্বর দলিলে শরীফের নিজ নামের অংশে ওই জমির মূল্য দেখানো হয়েছে ৭ লাখ ১০ হাজার টাকা। নির্মাণাধীন এই বাড়ি হলফনামায় উল্লেখ করা হয়নি।
একইভাবে দুর্গাপুরের সিংগা হাটে শরীফের মালিকানাধীন ‘আবু বাক্কার মাছের আড়ত’ নামে মাছের আড়ত রয়েছে। এই আড়তের বিষয়টিও উল্লেখ করা হয়নি হলফনামায়। হলফনামায় লিজকৃত পুকুর ১৪ বিঘা দেখানো হয়েছে। তবে তার নামে অন্তত শত বিঘা লিজকৃত পুকুরের তথ্য গোপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
শরীফের হলফনামায় পেশায় শিক্ষক ও মৎস্য ব্যবসায়ী উল্লেখ করা হয়েছে। তবে হলফনামায় মৎস্য খাত ও শিক্ষকতা থেকে কোনো আয় দেখানো হয়নি। অন্যান্য খাত থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা বাৎসরিক আয় দেখানো হলেও তা কোন খাত থেকে আসে তা উল্লেখ নেই। শরীফ হলফনামায় নিজ নামে তিন বিঘা অকৃষি জমি দেখিয়েছেন। কৃষিজমি না থাকলেও তা থেকে বছরে আয় দেখিয়েছেন ৪৫ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান শরীফুজ্জামান শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাঁচ দিন সাজাভোগ করেছি। ভ্রাম্যমাণ আদালতের সাজার বিষয় হলফনামায় উল্লেখ করতে হবে না বলে আমার আইনজীবী পরামর্শ দিয়েছিলেন। তাই সেটা হলফনামায় উল্লেখ করা হয়নি।’ বাড়ির তথ্য গোপনের বিষয়ে তিনি বলেন, ‘আমি অকৃষি জমি দেখিয়েছি ৩ বিঘা। জমির শ্রেণি এখনো ভিটা, বাড়ি হয়নি। তাই বাড়ি দেখানো হয়নি।’
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘হলফনামায় আমার পেশা মৎস্য। তার মানেই আমার আড়ত আছে। এসব অভিযোগ করে কোনো লাভ হবে না। অভিযোগ করার পর আমাকে শোকজ করা হয়েছিল। ভোটের সময়ই আমি সব ব্যাখ্যা দিয়েছি।’
অভিযোগকারী আব্দুল মজিদ বলেন, ‘গত ১৫ মে তথ্য গোপনের লিখিত অভিযোগ আমি রিটার্নিং কর্মকর্তা কাছে দিয়েছি। এ অভিযোগ তদন্ত করা হয়েছে কি না তা এখনো জানি না। তদন্ত হলে তার প্রতিবেদন কী সেটাও জানি না। অথচ তথ্য গোপন করায় অপরাধে প্রার্থিতাই বাতিল হওয়ার কথা।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন ২৭টি ভোটকেন্দ্র দখল করে রাখেন শরীফ। আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে ভোটারদের ঢুকতে দেননি। ভোটের রাত থেকে আমার নেতা কর্মীদের ওপর হামলা, দোকান ও ঘরবাড়ি ভাঙচুর–অগ্নিসংযোগ করা হয়েছে। ভোটের আগে তথ্য গোপনের অভিযোগ দিয়ে কোন ফল পাইনি। এখনো কোনো ফল পাচ্ছি না।’
নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় হারুন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হারুন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রইছউদ্দিনের ছেলে।
২ মিনিট আগেপদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রেলপথে পরীক্ষামূলক ট্রেনের ট্রায়েল শেষ হয়েছে। আজ রোববার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে খুলনা পৌঁছায় বেলা ১টা ১০ মিনিটে। পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়েল।
১৪ মিনিট আগেবগুড়ায় আন্দোলনে নিহত রিপন ফকিরের মরদেহ আদালতের নির্দেশে তিন মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।
২১ মিনিট আগে১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে