নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনেক শিক্ষার্থী গতকাল মঙ্গলবার রাতে হল ছেড়েছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা হলে হলে হামলা চালাবে—এমন গুজব ছড়িয়ে পড়লে তাঁরা হল ছাড়েন। যদিও মঙ্গলবার রাবির শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাস থেকে পালিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা রাবির বঙ্গবন্ধু হলে হামলা চালান। তাঁরা ছাত্রলীগের নেতা-কর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেন। এই হলে রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের কক্ষ তছনছ করা হয়।
পরে রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের কথা জানানো হয়। আজ বুধবার সকালের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশনা উপেক্ষা করে বিপুলসংখ্যক শিক্ষার্থী আন্দোলনের জন্য ক্যাম্পাস ছেড়ে যাননি।
তবে আগের রাতে অনেক শিক্ষার্থীই হল ছাড়েন। আজ সকালেও দু-একজন করে শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। আবার হল না ছাড়ার জন্য সকালে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সঙ্গে তাঁর দপ্তরে কথা বলতে দেখা গেছে।
হলের সামনে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, রাতে কয়েক সেকেন্ডের একটি অডিও রেকর্ড ছাড়া হয়। সেখানে বলা হয়, রাতে হলে হলে অভিযান চালাবে ছাত্রলীগ। এটি ছিল একটি গুজব। তবে তুমুল সংঘর্ষ হবে এই আশঙ্কায় অনেক সাধারণ শিক্ষার্থী রাতে হলে ছাড়েন। সকালে অভিভাবকদের চাপে কেউ কেউ হল ছাড়েন। তবে যাঁরা আন্দোলন করছেন, তাঁরা হলে রয়ে যান।
আজ সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের জিয়াউর রহমান হলের সামনে জড়ো হতে দেখা গেছে। বেলা ১১টা থেকে আবার ক্যাম্পাসে মিছিল-স্লোগান শুরু হয়। ছাত্রদের মিছিল প্রথমে যায় ছাত্রী হোস্টেলগুলোর সামনে। হোস্টেলগুলো থেকে ছাত্রীরা বের হয়ে এলে তাঁদের মিছিলের মধ্যভাগে ঢুকিয়ে নেওয়া হয়। আর সামনে-পেছনে থাকেন ছাত্ররা। এরপর তাঁরা মিছিল নিয়ে যান প্যারিস রোডে। সেখানে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন থেকে সিনেট ভবন পর্যন্ত এলাকায় অবস্থান করছিলেন। কোটা সংস্কারের দাবিতে তাঁরা নানা স্লোগান দিচ্ছিলেন। একই সঙ্গে ‘আন্দোলন দমাতে’ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে ছাত্রলীগকে দেখা যায়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনেক শিক্ষার্থী গতকাল মঙ্গলবার রাতে হল ছেড়েছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা হলে হলে হামলা চালাবে—এমন গুজব ছড়িয়ে পড়লে তাঁরা হল ছাড়েন। যদিও মঙ্গলবার রাবির শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাস থেকে পালিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা রাবির বঙ্গবন্ধু হলে হামলা চালান। তাঁরা ছাত্রলীগের নেতা-কর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেন। এই হলে রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের কক্ষ তছনছ করা হয়।
পরে রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের কথা জানানো হয়। আজ বুধবার সকালের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশনা উপেক্ষা করে বিপুলসংখ্যক শিক্ষার্থী আন্দোলনের জন্য ক্যাম্পাস ছেড়ে যাননি।
তবে আগের রাতে অনেক শিক্ষার্থীই হল ছাড়েন। আজ সকালেও দু-একজন করে শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। আবার হল না ছাড়ার জন্য সকালে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সঙ্গে তাঁর দপ্তরে কথা বলতে দেখা গেছে।
হলের সামনে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, রাতে কয়েক সেকেন্ডের একটি অডিও রেকর্ড ছাড়া হয়। সেখানে বলা হয়, রাতে হলে হলে অভিযান চালাবে ছাত্রলীগ। এটি ছিল একটি গুজব। তবে তুমুল সংঘর্ষ হবে এই আশঙ্কায় অনেক সাধারণ শিক্ষার্থী রাতে হলে ছাড়েন। সকালে অভিভাবকদের চাপে কেউ কেউ হল ছাড়েন। তবে যাঁরা আন্দোলন করছেন, তাঁরা হলে রয়ে যান।
আজ সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের জিয়াউর রহমান হলের সামনে জড়ো হতে দেখা গেছে। বেলা ১১টা থেকে আবার ক্যাম্পাসে মিছিল-স্লোগান শুরু হয়। ছাত্রদের মিছিল প্রথমে যায় ছাত্রী হোস্টেলগুলোর সামনে। হোস্টেলগুলো থেকে ছাত্রীরা বের হয়ে এলে তাঁদের মিছিলের মধ্যভাগে ঢুকিয়ে নেওয়া হয়। আর সামনে-পেছনে থাকেন ছাত্ররা। এরপর তাঁরা মিছিল নিয়ে যান প্যারিস রোডে। সেখানে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন থেকে সিনেট ভবন পর্যন্ত এলাকায় অবস্থান করছিলেন। কোটা সংস্কারের দাবিতে তাঁরা নানা স্লোগান দিচ্ছিলেন। একই সঙ্গে ‘আন্দোলন দমাতে’ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে ছাত্রলীগকে দেখা যায়নি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩৬ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে