শেরপুর (বগুড়া) প্রতিনিধি
পঞ্চম দফা অবরোধে প্রথম দিনে বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পুলিশ, সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা, উপপরিদর্শক (এসআই) হাসান, কনস্টেবল মো. শামীম, মো. রেজাউল ও মো. আলফাজ, সাংবাদিক এ জেট হিরা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মাজেদুল ইসলাম, সুঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সীমাবাড়ি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন। বাকি আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ সমর্থনে জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক এমপি জি এম সিরাজের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়। মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়কের হাসপাতাল রোডের মোড়ের সামনে পৌঁছালে একই সময় ওই এলাকায় উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের মিছিল আসে। সমাবেশস্থলের পাশ দিয়ে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় সেখানে প্রায় আধা ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে পাঁচজন পুলিশ সদস্য, একজন সাংবাদিকসহ উভয় পক্ষের ১৬ নেতা-কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু অভিযোগ করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। হাসপাতাল রোড এলাকায় এলে আওয়ামী লীগের লোকজন পেছন থেকে এসে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা ঘুরে প্রতিহত করার চেষ্টা করতেই পুলিশ টিয়ারশেল ছুড়তে শুরু করে। এতে আমাদের ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
অন্যদিকে সংঘর্ষের জন্য বিএনপিকেই দায়ী করে উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক বলেন, ‘বিএনপি প্রথমে আমাদের দিকে ইটপাটকেল ছুড়ে হামলা করে। তারপর আমাদের লোকজন তা প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আমাদের অন্তত সাতজন আহত হয়েছেন।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া আরও ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
পঞ্চম দফা অবরোধে প্রথম দিনে বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পুলিশ, সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা, উপপরিদর্শক (এসআই) হাসান, কনস্টেবল মো. শামীম, মো. রেজাউল ও মো. আলফাজ, সাংবাদিক এ জেট হিরা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মাজেদুল ইসলাম, সুঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সীমাবাড়ি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন। বাকি আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ সমর্থনে জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক এমপি জি এম সিরাজের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়। মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়কের হাসপাতাল রোডের মোড়ের সামনে পৌঁছালে একই সময় ওই এলাকায় উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের মিছিল আসে। সমাবেশস্থলের পাশ দিয়ে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় সেখানে প্রায় আধা ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে পাঁচজন পুলিশ সদস্য, একজন সাংবাদিকসহ উভয় পক্ষের ১৬ নেতা-কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু অভিযোগ করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। হাসপাতাল রোড এলাকায় এলে আওয়ামী লীগের লোকজন পেছন থেকে এসে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা ঘুরে প্রতিহত করার চেষ্টা করতেই পুলিশ টিয়ারশেল ছুড়তে শুরু করে। এতে আমাদের ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
অন্যদিকে সংঘর্ষের জন্য বিএনপিকেই দায়ী করে উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক বলেন, ‘বিএনপি প্রথমে আমাদের দিকে ইটপাটকেল ছুড়ে হামলা করে। তারপর আমাদের লোকজন তা প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আমাদের অন্তত সাতজন আহত হয়েছেন।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া আরও ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে