রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে হঠাৎ করেই সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। এর ফলে অনুভূত হচ্ছে শীত। এতে ভিড় বেড়েছে শীতের পোশাকের দোকানে। শীতের আগমনে বিক্রেতারাও হয়ে উঠেছেন ব্যস্ত। দাম তুলনামূলক কম বলে ফুটপাতেই এই ভিড় দেখা যাচ্ছে সবচেয়ে বেশি।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত শনিবার থেকে তাপমাত্রা কমে গেছে। রোববার পর্যন্ত রাজশাহীর আকাশে সূর্যও দেখা যায়নি। শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পরদিন রোববার সর্বনিম্ন ২০ দশমিক ২ এবং সর্বোচ্চ ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল তাপমাত্রা। আজ সোমবার দিন শুরু হয়েছে ২০ দশমিক ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ বলেন, ‘সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গেছে। রাতে তাপমাত্রা আরও কমছে। ফলে সব সময় এখন শীত শীত অনুভব হচ্ছে। এখন ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে।’
সরেজমিনে সোমবার নগরীর সাহেববাজার, রেলগেট, কোর্ট ও শিরোইল এলাকায় গিয়ে দেখা গেছে, ফুটপাতে শীতের কাপড়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। কম মূল্যেই এসব কাপড় কিনছেন ক্রেতারা। এসব দোকানে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তরা ভিড় করছেন বেশি। সামর্থ্যবানেরা যাচ্ছেন আরডিএ মার্কেট, গণকপাড়া কিংবা নিউমার্কেটে।
সাহেববাজারের ফুটপাতে কথা হয় গৃহবধূ তানিয়া খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘গত বছরের শীতের পোশাক এবার বাচ্চাকে আর পরানো যাচ্ছে না। তাই বাচ্চাকে সঙ্গে নিয়েই গরম কাপড় কিনতে এসেছি।’
রানীবাজার এলাকায় রাস্তায় কম্বল দেখছিলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী আহসান হাবিব। তিনি বলেন, ‘আমার বাড়ি নাটোর। গ্রাম থেকে কম্বল আনা হয়নি। এখন রাতে শীত অনুভূত হচ্ছে। ভোররাতে তো শীত আরও বেশি। সে কারণে কম্বল কিনতে এসেছি।’
গণকপাড়া এলাকায় ভ্যানে সাজিয়ে শীতের পোশাক বিক্রি করছিলেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গত বছর শীতে ব্যবসা ভালো হয়নি। সেই সময়ের কিছু পোশাক থেকে গিয়েছিল। এবার হঠাৎ করে শীত পড়তে শুরু করায় গত বছরেরই পোশাকগুলো এনে কম দামে বিক্রি করছি।’
আরেক বিক্রেতা তুহিন আলী বলেন, ‘ঢাকা থেকে কিছু সোয়েটার, মোটা সুতির গেঞ্জি, উলের গেঞ্জিসহ অন্যান্য গরম কাপড় এনেছি। এখন দাম কিছুটা কমই আছে। শীত যত বাড়বে চাহিদাও তত বাড়বে।’
রাজশাহীতে হঠাৎ করেই সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। এর ফলে অনুভূত হচ্ছে শীত। এতে ভিড় বেড়েছে শীতের পোশাকের দোকানে। শীতের আগমনে বিক্রেতারাও হয়ে উঠেছেন ব্যস্ত। দাম তুলনামূলক কম বলে ফুটপাতেই এই ভিড় দেখা যাচ্ছে সবচেয়ে বেশি।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত শনিবার থেকে তাপমাত্রা কমে গেছে। রোববার পর্যন্ত রাজশাহীর আকাশে সূর্যও দেখা যায়নি। শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পরদিন রোববার সর্বনিম্ন ২০ দশমিক ২ এবং সর্বোচ্চ ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল তাপমাত্রা। আজ সোমবার দিন শুরু হয়েছে ২০ দশমিক ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ বলেন, ‘সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গেছে। রাতে তাপমাত্রা আরও কমছে। ফলে সব সময় এখন শীত শীত অনুভব হচ্ছে। এখন ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে।’
সরেজমিনে সোমবার নগরীর সাহেববাজার, রেলগেট, কোর্ট ও শিরোইল এলাকায় গিয়ে দেখা গেছে, ফুটপাতে শীতের কাপড়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। কম মূল্যেই এসব কাপড় কিনছেন ক্রেতারা। এসব দোকানে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তরা ভিড় করছেন বেশি। সামর্থ্যবানেরা যাচ্ছেন আরডিএ মার্কেট, গণকপাড়া কিংবা নিউমার্কেটে।
সাহেববাজারের ফুটপাতে কথা হয় গৃহবধূ তানিয়া খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘গত বছরের শীতের পোশাক এবার বাচ্চাকে আর পরানো যাচ্ছে না। তাই বাচ্চাকে সঙ্গে নিয়েই গরম কাপড় কিনতে এসেছি।’
রানীবাজার এলাকায় রাস্তায় কম্বল দেখছিলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী আহসান হাবিব। তিনি বলেন, ‘আমার বাড়ি নাটোর। গ্রাম থেকে কম্বল আনা হয়নি। এখন রাতে শীত অনুভূত হচ্ছে। ভোররাতে তো শীত আরও বেশি। সে কারণে কম্বল কিনতে এসেছি।’
গণকপাড়া এলাকায় ভ্যানে সাজিয়ে শীতের পোশাক বিক্রি করছিলেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গত বছর শীতে ব্যবসা ভালো হয়নি। সেই সময়ের কিছু পোশাক থেকে গিয়েছিল। এবার হঠাৎ করে শীত পড়তে শুরু করায় গত বছরেরই পোশাকগুলো এনে কম দামে বিক্রি করছি।’
আরেক বিক্রেতা তুহিন আলী বলেন, ‘ঢাকা থেকে কিছু সোয়েটার, মোটা সুতির গেঞ্জি, উলের গেঞ্জিসহ অন্যান্য গরম কাপড় এনেছি। এখন দাম কিছুটা কমই আছে। শীত যত বাড়বে চাহিদাও তত বাড়বে।’
নাটোর–পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
৩৩ মিনিট আগেসিলেটে দুই পক্ষের সংঘর্ষে বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে সিলেট নগরের শাহপরান এলাকার বাহুবলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
৩৪ মিনিট আগেকক্সবাজারে এইডস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৭ বছরের তুলনায় গত দুই বছরে এই সংক্রমণ দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের মধ্যে বড় অংশ উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভবন নির্মাণের দাবিতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, অন্যদিকে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে