Ajker Patrika

রাজশাহীতে ১৮ থেকে ২৫ ডিসেম্বর বইমেলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২১: ৪৬
ফাইল ছবি
ফাইল ছবি

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আগামী বুধবার (১৮ ডিসেম্বর)। মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। রাজশাহী বিভাগীয় প্রশাসন শহরের কালেক্টরেট মাঠে এই মেলার আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মদিবসে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় সরকারি প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে।

জাতীয় গ্রন্থকেন্দ্র, মন্ত্রণালয় এবং রাজশাহী বিভাগীয় ও জেলাগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

মেলায় প্রাথমিক চিকিৎসার জন্য সার্বক্ষণিক মেডিকেল টিম ও নিরাপদ সুপেয় খাবার পানির সুব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত