প্রতিনিধি
রাজশাহী: রাজশাহী বিভাগে রাষ্ট্রায়ত্ত মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক মাসে ২৯টি মামলা দায়ের করেছে। গত এক মাসে রাজশাহী বিভাগজুড়ে অভিযান চালিয়ে মামলাগুলো দায়ের করা হয়। এ সময় তিন লাখ ৭৮ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। আজ বুধবার রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৯টি মামলার মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ের হয়েছে ১৮ টি। বাকি ১১টি মামলা করা হয়েছে নিয়মিত আদালতে। ভ্রাম্যমাণ আদালতের মামলাগুলোতে জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাতটি ভ্রাম্যমাণ আদালতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর আওতায় ১১টি মামলায় এক লাখ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওজন ও পরিমাপে কারচুপি এবং অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে ব্যবসায়ীদের এই জরিমানা করা হয়েছে। এসব জেলায় ছয়টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁর জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই আইন-২০১৮ এর আওতায় মান সনদ না থাকা ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ১০টি অভিযান চালানো হয়। এতে সাতটি মামলায় ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব জেলায় ১৪টি সার্ভিল্যান্স টিমের অভিযান পরিচালনার মাধ্যমে সাতটি নিয়মিত মামলা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক।
রাজশাহী: রাজশাহী বিভাগে রাষ্ট্রায়ত্ত মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক মাসে ২৯টি মামলা দায়ের করেছে। গত এক মাসে রাজশাহী বিভাগজুড়ে অভিযান চালিয়ে মামলাগুলো দায়ের করা হয়। এ সময় তিন লাখ ৭৮ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। আজ বুধবার রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৯টি মামলার মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ের হয়েছে ১৮ টি। বাকি ১১টি মামলা করা হয়েছে নিয়মিত আদালতে। ভ্রাম্যমাণ আদালতের মামলাগুলোতে জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাতটি ভ্রাম্যমাণ আদালতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর আওতায় ১১টি মামলায় এক লাখ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওজন ও পরিমাপে কারচুপি এবং অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে ব্যবসায়ীদের এই জরিমানা করা হয়েছে। এসব জেলায় ছয়টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁর জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই আইন-২০১৮ এর আওতায় মান সনদ না থাকা ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ১০টি অভিযান চালানো হয়। এতে সাতটি মামলায় ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব জেলায় ১৪টি সার্ভিল্যান্স টিমের অভিযান পরিচালনার মাধ্যমে সাতটি নিয়মিত মামলা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক।
বগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১৭ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
২২ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৩৯ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৪৪ মিনিট আগে