নওগাঁয় স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১০: ৩৬
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১১: ১৫

নওগাঁ শহরে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পরেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ী এলাকার আব্দুল মালেকের ছেলে। পলাতক নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরেই স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন তাঁরা। এরপর সেখানে বাসাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। সন্ধ্যার দিকে বাসায় তালা দেওয়া দেখেন প্রতিবেশীরা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে স্বামী মিলন হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনের মরদেহ উদ্ধার করেন।

প্রতিবেশী রুমা আক্তার বলেন, ‘গতকাল বুধবার দুপুরে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন। দুপুর থেকে তাঁরা স্বামী-স্ত্রী একসঙ্গে বাসা পরিষ্কার করছিলেন। রাতে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। এ সময় নিহতের স্ত্রীকে দেখা যায়নি।’

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার পর থেকে তাঁর স্ত্রী পলাতক রয়েছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত