তানোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

তানোর (রাজশাহী) প্রতিনিধি
Thumbnail image

রাজশাহীর তানোর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনসদস্যসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার কয়েকটি স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এ সময়ে এক ধান ব্যবসায়ীর কাছে থেকে প্রতারণা করে নিয়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে সিআর পরোয়ানাভুক্ত একজন, জিআর পরোয়াভুক্ত তিনজন ও নিয়মিত মামলার তিনজন আসামি আছেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে আজ শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত