রিমন রহমান, রাজশাহী
উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগে মোট সংসদীয় আসন ৩৯ টি। এসব আসনে কেউ কেউ তিনবার নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সংসদে এলাকার প্রতিনিধিত্ব করেছেন। আবার কেউ নিজেকে জড়িয়েছেন নারী কেলেঙ্কারিসহ নানা বিতর্কে। কেউ দলের ভেতর সৃষ্টি করেছেন বিভক্তি। কেউ আবার বয়সের ভারে ন্যুব্জ।
সবকিছুর বিবেচনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দশজন বর্তমান সংসদ সদস্য মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তবে, যে আসনে গতবার মহাজোটের সংসদ সদস্য ছিলেন, এবার সেসব আসনেও মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এর আগে একাদশ জাতীয় সংসদে দুটি আসন জাতীয় পার্টি, একটি করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ ও স্বতন্ত্র প্রার্থী পান। বাকি ৩৪টি আসনেই রয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্য। এ ছাড়া বিভাগের আট জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাটে গতবারের কোনো প্রার্থী বদল হয়নি।
বাদ পড়লেন যারা:
রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এনামুল হক, রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমান, নওগাঁ-৩ আসনের সেলিম তরফদার, নওগাঁ-৪ আসনের ইমাজ উদ্দিন প্রামানিক, পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস, সিরাজগঞ্জ-১ আসনে ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৪ আসনের তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ আসনের মেরিনা জাহান কবিতা এবং বগুড়া-৫ আসনের হাবিবুর রহমান এবার মনোনয়ন পাননি।
স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে এলাকায় জমি দখলের অভিযোগ আছে। দলীয় নেতা কর্মীদেরও হেনস্তা করতে ছাড়তেন না তিনি। তাঁর বাবা একজন স্বাধীনতাবিরোধী ছিলেন বলেও অভিযোগ উঠেছে। ২০১৪ সাল থেকে তিনি এ আসনের এমপি রয়েছেন। ২০০৮ সাল থেকে রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের বিরুদ্ধে দলে বিভাজন তৈরির অভিযোগ রয়েছে। সামনে এসেছে একের পর এক নারী কেলেঙ্কারি।
রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমানের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ রয়েছে। ২০১৮ সালের নির্বাচনে প্রথমবার এমপি হয়ে তিনি দলে বিভক্তি এনেছেন। সম্প্রতি এক মাদ্রাসাশিক্ষককে লোক পাঠিয়ে বাসা থেকে তুলে আনার ঘটনায় ব্যাপক সমালোচিত হন তিনি।
নওগাঁ-৩ আসনের তিনবারের এমপি সেলিম তরফদারের ছেলে এবং আত্মীয়-স্বজনেরা প্রভাব খাঁটিয়ে এলাকার সবকিছুই নিয়ন্ত্রণ করেন। নওগাঁ-৪ আসনের তিনবারের এমপি ও সাবেক মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক বয়সের ভারে ন্যুব্জ। পাবনা-৪ আসনে উপনির্বাচনে এমপি হওয়া নুরুজ্জামান বিশ্বাসেরও বয়স হয়ে গেছে। নানা বিতর্কের কারণে মনোনয়নবঞ্চিত হয়েছেন ২০১৪ সাল থেকে সিরাজগঞ্জ-১ আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত। তিনি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামাতা।
সিরাজগঞ্জ-৪ আসনের দুইবারের এমপি তানভীর ইমাম প্রধানমন্ত্রীর প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে। তাঁর বিরুদ্ধে দলে বিভক্তি সৃষ্টি এবং নেতা কর্মীদের পুলিশ দিয়ে করার নির্যাতনের অভিযোগ রয়েছে। উপনির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হওয়া মেরিনা জাহান কবিতার ছেলের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তিনি নিজেও নেতা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বগুড়া-৫ আসনের হাবিবুর রহমান ২০০৮ সাল থেকেই আওয়ামী লীগের এমপি আছেন। তার বিরুদ্ধে নেতা কর্মীদের অভিযোগ, দীর্ঘ সময়ে তিনি দলে বিভক্তি তৈরি করেছেন। তাই এবার মনোনয়ন চাইলেও আওয়ামী লীগ তাকে বিবেচনা করেনি।
নতুন মুখ যারা:
রাজশাহী-৩ আসনে প্রথমবার মনোনয়ন পেয়েছেন দলের ত্যাগী নেতা আসাদুজ্জামান আসাদ। রাজশাহী-৪ আসনে পেয়েছেন সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ। তিনিও প্রথমবার মনোনয়ন পেলেন। রাজশাহী-৫ আসনে এসেছেন সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা। নওগাঁ-৩ আসনে সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।
নওগাঁ-৪ আসনে প্রথমবার মনোনয়ন পেয়েছেন তরুণ আইনজীবী নাহিদ মুর্শেদ। পাবনা-৪ আসনে নতুন মুখ প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ। সিরাজগঞ্জ-৬ আসনে এসেছেন হল মার্কের জান্নাত আরা তালুকদার হেনরী। সিরাজগঞ্জ-৪ আসনে এসেছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। সিরাজগঞ্জ-৬ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মেরিনা জাহান কবিতার ভাই সাবেক এমপি চয়ন ইসলাম। আর বগুড়া-৫ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান।
শরিকদের আসন:
আওয়ামী লীগ এবার তাদের শরিক দলগুলোর দখলে থাকা আসনগুলোতেও প্রার্থী মনোনয়ন দিয়েছে। এর মধ্যে রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশার আসনে মোহাম্মদ আলী কামাল ও বগুড়া-৪ আসনে জাসদের একেএম রেজাউল করিম তানসেনের আসনে হেলাল উদ্দিন কবিরাজকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া বগুড়া-২ আসনে জাতীয় পার্টির এমপি শরিফুল ইসলাম জিন্নাহর আসনে তৌহিদুর রহমান মানিক ও বগুড়া-৩ আসনে নুরুল ইসলাম তালুকদারের আসনে সিরাজুল ইসলাম রাজুকে মনোনয়ন দেওয়া হয়েছে। বগুড়া-৭ আসনের বর্তমান এমপি (স্বতন্ত্র) রেজাউল করিম বাবলু। এ আসনে আওয়ামী লীগ এবার মনোনয়ন দিয়েছে দলের নেতা ডা. মোস্তফা আলম নান্নুকে।
নৌকার হাল ধরে আছেন যারা:
জয়পুরহাট, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে বর্তমান এমপিরাই মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে নাটোর-১ আসনে শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ আসনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, চাঁপাইনবাবগঞ্জ-১ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আবদুল ওদুদ, জয়পুরহাট-১ শামসুল আলম দুদু ও জয়পুরহাট-২ আসনে সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আবারও মনোনয়ন পেয়েছেন।
রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৬ আসনের শাহরিয়ার আলম, নওগাঁ-১ আসনের সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আসনের নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের আনোয়ার হোসেন হেলাল, পাবনা-১ আসনের শামসুল হক টুকু, পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবীর, পাবনা-৩ আসনের মকবুল হোসেন, পাবনা-৫ আসনের গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বগুড়া-১ আসনের শাহাদারা মান্নান শিল্পী, বগুড়া-৬ আসনের রাগেবুল আহসান রিপু, সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ আসনের ডা. আবদুল আজিজ ও সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আবদুল মমিন মণ্ডল।
প্রার্থী মনোনয়নের বিষয়ে রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দল যেসব সিদ্ধান্ত নিয়েছে তা খুবই ভালো হয়েছে। শুধু দুইটা আসনের প্রার্থী আমার একটু পছন্দ হয়নি।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘যারা মনোনয়ন পেয়েছেন, তাদের দীর্ঘদিন ধরেই দল পর্যবেক্ষণ করেছে। তাদের বিষয়ে নানা–রকম খোঁজখবর রেখেছে। যাদের রেটিং ভালো হয়েছে, যারা এলাকায় পড়ে থেকেছেন দল তাদের মূল্যায়ন করেছে। যারা ভালো প্রার্থী তাদেরই নিশ্চয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বেছে নিয়েছেন।’
উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগে মোট সংসদীয় আসন ৩৯ টি। এসব আসনে কেউ কেউ তিনবার নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সংসদে এলাকার প্রতিনিধিত্ব করেছেন। আবার কেউ নিজেকে জড়িয়েছেন নারী কেলেঙ্কারিসহ নানা বিতর্কে। কেউ দলের ভেতর সৃষ্টি করেছেন বিভক্তি। কেউ আবার বয়সের ভারে ন্যুব্জ।
সবকিছুর বিবেচনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দশজন বর্তমান সংসদ সদস্য মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তবে, যে আসনে গতবার মহাজোটের সংসদ সদস্য ছিলেন, এবার সেসব আসনেও মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এর আগে একাদশ জাতীয় সংসদে দুটি আসন জাতীয় পার্টি, একটি করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ ও স্বতন্ত্র প্রার্থী পান। বাকি ৩৪টি আসনেই রয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্য। এ ছাড়া বিভাগের আট জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাটে গতবারের কোনো প্রার্থী বদল হয়নি।
বাদ পড়লেন যারা:
রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এনামুল হক, রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমান, নওগাঁ-৩ আসনের সেলিম তরফদার, নওগাঁ-৪ আসনের ইমাজ উদ্দিন প্রামানিক, পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস, সিরাজগঞ্জ-১ আসনে ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৪ আসনের তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ আসনের মেরিনা জাহান কবিতা এবং বগুড়া-৫ আসনের হাবিবুর রহমান এবার মনোনয়ন পাননি।
স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে এলাকায় জমি দখলের অভিযোগ আছে। দলীয় নেতা কর্মীদেরও হেনস্তা করতে ছাড়তেন না তিনি। তাঁর বাবা একজন স্বাধীনতাবিরোধী ছিলেন বলেও অভিযোগ উঠেছে। ২০১৪ সাল থেকে তিনি এ আসনের এমপি রয়েছেন। ২০০৮ সাল থেকে রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের বিরুদ্ধে দলে বিভাজন তৈরির অভিযোগ রয়েছে। সামনে এসেছে একের পর এক নারী কেলেঙ্কারি।
রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমানের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ রয়েছে। ২০১৮ সালের নির্বাচনে প্রথমবার এমপি হয়ে তিনি দলে বিভক্তি এনেছেন। সম্প্রতি এক মাদ্রাসাশিক্ষককে লোক পাঠিয়ে বাসা থেকে তুলে আনার ঘটনায় ব্যাপক সমালোচিত হন তিনি।
নওগাঁ-৩ আসনের তিনবারের এমপি সেলিম তরফদারের ছেলে এবং আত্মীয়-স্বজনেরা প্রভাব খাঁটিয়ে এলাকার সবকিছুই নিয়ন্ত্রণ করেন। নওগাঁ-৪ আসনের তিনবারের এমপি ও সাবেক মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক বয়সের ভারে ন্যুব্জ। পাবনা-৪ আসনে উপনির্বাচনে এমপি হওয়া নুরুজ্জামান বিশ্বাসেরও বয়স হয়ে গেছে। নানা বিতর্কের কারণে মনোনয়নবঞ্চিত হয়েছেন ২০১৪ সাল থেকে সিরাজগঞ্জ-১ আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত। তিনি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামাতা।
সিরাজগঞ্জ-৪ আসনের দুইবারের এমপি তানভীর ইমাম প্রধানমন্ত্রীর প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে। তাঁর বিরুদ্ধে দলে বিভক্তি সৃষ্টি এবং নেতা কর্মীদের পুলিশ দিয়ে করার নির্যাতনের অভিযোগ রয়েছে। উপনির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হওয়া মেরিনা জাহান কবিতার ছেলের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তিনি নিজেও নেতা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বগুড়া-৫ আসনের হাবিবুর রহমান ২০০৮ সাল থেকেই আওয়ামী লীগের এমপি আছেন। তার বিরুদ্ধে নেতা কর্মীদের অভিযোগ, দীর্ঘ সময়ে তিনি দলে বিভক্তি তৈরি করেছেন। তাই এবার মনোনয়ন চাইলেও আওয়ামী লীগ তাকে বিবেচনা করেনি।
নতুন মুখ যারা:
রাজশাহী-৩ আসনে প্রথমবার মনোনয়ন পেয়েছেন দলের ত্যাগী নেতা আসাদুজ্জামান আসাদ। রাজশাহী-৪ আসনে পেয়েছেন সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ। তিনিও প্রথমবার মনোনয়ন পেলেন। রাজশাহী-৫ আসনে এসেছেন সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা। নওগাঁ-৩ আসনে সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।
নওগাঁ-৪ আসনে প্রথমবার মনোনয়ন পেয়েছেন তরুণ আইনজীবী নাহিদ মুর্শেদ। পাবনা-৪ আসনে নতুন মুখ প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ। সিরাজগঞ্জ-৬ আসনে এসেছেন হল মার্কের জান্নাত আরা তালুকদার হেনরী। সিরাজগঞ্জ-৪ আসনে এসেছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। সিরাজগঞ্জ-৬ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মেরিনা জাহান কবিতার ভাই সাবেক এমপি চয়ন ইসলাম। আর বগুড়া-৫ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান।
শরিকদের আসন:
আওয়ামী লীগ এবার তাদের শরিক দলগুলোর দখলে থাকা আসনগুলোতেও প্রার্থী মনোনয়ন দিয়েছে। এর মধ্যে রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশার আসনে মোহাম্মদ আলী কামাল ও বগুড়া-৪ আসনে জাসদের একেএম রেজাউল করিম তানসেনের আসনে হেলাল উদ্দিন কবিরাজকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া বগুড়া-২ আসনে জাতীয় পার্টির এমপি শরিফুল ইসলাম জিন্নাহর আসনে তৌহিদুর রহমান মানিক ও বগুড়া-৩ আসনে নুরুল ইসলাম তালুকদারের আসনে সিরাজুল ইসলাম রাজুকে মনোনয়ন দেওয়া হয়েছে। বগুড়া-৭ আসনের বর্তমান এমপি (স্বতন্ত্র) রেজাউল করিম বাবলু। এ আসনে আওয়ামী লীগ এবার মনোনয়ন দিয়েছে দলের নেতা ডা. মোস্তফা আলম নান্নুকে।
নৌকার হাল ধরে আছেন যারা:
জয়পুরহাট, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে বর্তমান এমপিরাই মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে নাটোর-১ আসনে শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ আসনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, চাঁপাইনবাবগঞ্জ-১ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আবদুল ওদুদ, জয়পুরহাট-১ শামসুল আলম দুদু ও জয়পুরহাট-২ আসনে সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আবারও মনোনয়ন পেয়েছেন।
রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৬ আসনের শাহরিয়ার আলম, নওগাঁ-১ আসনের সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আসনের নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের আনোয়ার হোসেন হেলাল, পাবনা-১ আসনের শামসুল হক টুকু, পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবীর, পাবনা-৩ আসনের মকবুল হোসেন, পাবনা-৫ আসনের গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বগুড়া-১ আসনের শাহাদারা মান্নান শিল্পী, বগুড়া-৬ আসনের রাগেবুল আহসান রিপু, সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ আসনের ডা. আবদুল আজিজ ও সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আবদুল মমিন মণ্ডল।
প্রার্থী মনোনয়নের বিষয়ে রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দল যেসব সিদ্ধান্ত নিয়েছে তা খুবই ভালো হয়েছে। শুধু দুইটা আসনের প্রার্থী আমার একটু পছন্দ হয়নি।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘যারা মনোনয়ন পেয়েছেন, তাদের দীর্ঘদিন ধরেই দল পর্যবেক্ষণ করেছে। তাদের বিষয়ে নানা–রকম খোঁজখবর রেখেছে। যাদের রেটিং ভালো হয়েছে, যারা এলাকায় পড়ে থেকেছেন দল তাদের মূল্যায়ন করেছে। যারা ভালো প্রার্থী তাদেরই নিশ্চয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বেছে নিয়েছেন।’
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
৩ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
৯ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
২৪ মিনিট আগে