পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
২৪ দিন বন্ধ থাকার পর সারা দেশের মতো পাবনাতেও আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্বল্প পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল। ঈশ্বরদী জংশন স্টেশন থেকে লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে যায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে।
ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবা শাহীনুর জানান, ভোর ৫টার দিকে ঈশ্বরদী জংশন রেলস্টেশন থেকে ঢাকা অভিমুখে একটি নাইনটি নাইন আপ কমিউটার, সকাল সাতটার দিকে রহনপুর অভিমুখে একটি কমিউটার ট্রেন ছেড়ে যায়। এ ছাড়া রাজশাহী থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে যাত্রা করে।
এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে খুলনা যাচ্ছিলেন গৃহবধূ নার্গিস আক্তার। তিনি বলেন, ‘রাজশাহীতে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ছাত্র আন্দোলনে আটকা পড়েছিলাম। অবশেষে আজ স্বামীর বাড়িতে ফিরছি। ওখানে আমার স্বামী-শ্বশুররা বাড়িতে একা খুব সমস্যার মধ্যে ছিল।’
কথা হয় ট্রেন যাত্রী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এত দিন ট্রেন বন্ধ থাকায় খুব সমস্যা হয়েছে যাতায়াতে। আমি সচরাচর ট্রেনে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আশা করি সব সংকট কাটিয়ে ট্রেন আবার আগের মতো সব চলবে।’
পাকশি পশ্চিমাঞ্চল বিভাগ কার্যালয় সূত্র জানায়, এই বিভাগীয় রেলপথের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে ১১ জোড়া লোকাল, কমিউটার ট্রেন চলাচল শুরু হয়।
২৪ দিন বন্ধ থাকার পর সারা দেশের মতো পাবনাতেও আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্বল্প পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল। ঈশ্বরদী জংশন স্টেশন থেকে লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে যায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে।
ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবা শাহীনুর জানান, ভোর ৫টার দিকে ঈশ্বরদী জংশন রেলস্টেশন থেকে ঢাকা অভিমুখে একটি নাইনটি নাইন আপ কমিউটার, সকাল সাতটার দিকে রহনপুর অভিমুখে একটি কমিউটার ট্রেন ছেড়ে যায়। এ ছাড়া রাজশাহী থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে যাত্রা করে।
এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে খুলনা যাচ্ছিলেন গৃহবধূ নার্গিস আক্তার। তিনি বলেন, ‘রাজশাহীতে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ছাত্র আন্দোলনে আটকা পড়েছিলাম। অবশেষে আজ স্বামীর বাড়িতে ফিরছি। ওখানে আমার স্বামী-শ্বশুররা বাড়িতে একা খুব সমস্যার মধ্যে ছিল।’
কথা হয় ট্রেন যাত্রী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এত দিন ট্রেন বন্ধ থাকায় খুব সমস্যা হয়েছে যাতায়াতে। আমি সচরাচর ট্রেনে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আশা করি সব সংকট কাটিয়ে ট্রেন আবার আগের মতো সব চলবে।’
পাকশি পশ্চিমাঞ্চল বিভাগ কার্যালয় সূত্র জানায়, এই বিভাগীয় রেলপথের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে ১১ জোড়া লোকাল, কমিউটার ট্রেন চলাচল শুরু হয়।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
১ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে