এবার থানার ভেতর রাসেলস ভাইপার 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১৬: ২১
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৬: ৩১

রাজশাহীতে এবার একটি থানার ভেতর রাসেলস ভাইপার সাপ মারা পড়েছে। গতকাল সোমবার রাতে রাজশাহীর চারঘাট থানায় সাপটি ঢুকে পড়ে। পরে পুলিশ সদস্যরা সাপটিকে পিটিয়ে মারেন।

চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, সোমবার রাতে থানায় ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেলস ভাইপার সাপ ফোঁস করে ওঠে। পরে থানার অফিসার-ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়।

তিনি জানান, পুলিশ অফিসার ও পুলিশ ফোর্সদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাপের উৎপাত যেন না হয় সে জন্য গত কয়েক দিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হচ্ছে। তারপরও থানাটি পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা চত্বরে চলে এসেছিল।

এর আগে ২৩ জুন চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে রাসেলস ভাইপার সাপের ১৬টি বাচ্চা দেখা যায়। এর মধ্যে কিছু সাপ সেদিন পিটিয়ে মেরে ফেলা হয়। বর্তমানে পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত