নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর চারঘাটে তোজাম্মেল হক তাজমুল (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাজির ঢালান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তাজমুল চারঘাট সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তোজাম্মেল হক তাজমুলের দুই পা ও এক হাতে গুরুতর জখম হয়েছে। এর মধ্যে এক হাতের রগ কেটে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার পঙ্গু (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাজমুল মোটরসাইকেল নিয়ে কাঁকড়ামারি বাজার থেকে রাওথা বাজারে যাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন যুবক চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হাজির ঢালান এলাকায় তাজমুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাজমুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাঁকে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আহত তাজমুলের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে নিজ গ্রামের তিন ভাই হাঁসুয়া ও চাপাতি দিয়ে তাজমুলকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অপরাধীরা শিগগিরই ধরা পড়বে।’
রাজশাহীর চারঘাটে তোজাম্মেল হক তাজমুল (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাজির ঢালান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তাজমুল চারঘাট সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তোজাম্মেল হক তাজমুলের দুই পা ও এক হাতে গুরুতর জখম হয়েছে। এর মধ্যে এক হাতের রগ কেটে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার পঙ্গু (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাজমুল মোটরসাইকেল নিয়ে কাঁকড়ামারি বাজার থেকে রাওথা বাজারে যাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন যুবক চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হাজির ঢালান এলাকায় তাজমুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাজমুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাঁকে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আহত তাজমুলের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে নিজ গ্রামের তিন ভাই হাঁসুয়া ও চাপাতি দিয়ে তাজমুলকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অপরাধীরা শিগগিরই ধরা পড়বে।’
বরগুনায় ধর্ষণ মামলার বাদী মন্টু দাস হত্যার চার দিনেও খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এতে জনমনে ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
২ মিনিট আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান। কারণ তাদের একটি সমুদ্র আছে, যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। আজ শুক্রবার কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন...
১৯ মিনিট আগেচুয়াডাঙ্গার দর্শনায় আবারও পাওয়া গেল বোমার মতো বস্তু। এর আগে ফেব্রুয়ারি মাসেও দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড চিনিকল এলাকাসহ পৌর এলাকা থেকে ১৩টি ককটেল বা হাতবোমা উদ্ধার করা হয়। ওই ঘটনার এক মাসের ব্যবধানে আজ শুক্রবার সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পেছনে ইটখোলা নামক স্থানে একটি বোমার মতো বস্তু দেখতে
২২ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে রাজধানীর আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার ধানমন্ডি সাত মসজিদ রোডে ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে মা-বাবার কবরের পাশে চিরশায়িত করা হয়।
২৯ মিনিট আগে