প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবুজ ঘাসে ছেয়ে গেছে প্রতিটি মাঠ। গবাদিপশুর চারণ ভূমিতে পরিণত হয়েছে মাঠগুলো। গত ১ মাস আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে করে গো-খাদ্যের সংকট দেখা দেওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়ে খামারিদের কপালে। একদিকে পানিতে তলিয়ে যাওয়া কাঁচা ঘাসের সংকট অন্যদিকে খড়, গমের ভুসি, ভুট্টা, খৈলসহ অনন্যা খাদ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়। কিন্তু বর্তমানে বন্যার পানি মাঠ থেকে নেমে যাওয়ায় খামারিরা আবারও গবাদিপশুকে কাঁচা ঘাস খাওয়াতে শুরু করায় স্বস্তি ফিরেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের মাঠে খামারি আব্দুর রহিম মনের আনন্দে তাঁর গবাদিপশুগুলোকে মাঠের ঘাস খাওয়াচ্ছেন। বন্যার পানিতে মাঠ তলিয়ে যাওয়ায় গরু লালন পালন করা খুব কষ্ট হয়ে পড়েছিল বলে জানান তিনি। এখন আর মাঠে পানি নেই তাই গরুকে কাঁচা ঘাস খাওয়াতে মাঠে নিয়ে এসেছেন। এতে করে গো-খাদ্যের সংকট অনেক অংশেই কমে গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দিন মুঠোফোনে জানান, উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় তিন হাজার খামার রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় এই সকল খামারিরা তাঁদের গবাদিপশুকে অনেক কষ্টে লালন পালন করেছেন। তবে এখন পানি মাঠ থেকে নেমে যাওয়ায় তাঁরা মাঠের কচি ঘাস খাওয়াতে শুরু করেছেন।
তিনি আরও জানান, রাতে যদি বৃষ্টি হয় পরদিন সকালে কচি ঘাসে সূর্যের আলো পড়লে ওই কচি ঘাসে নাইট্রেট বিষক্রিয়া হতে পারে। সে ক্ষেত্রে ঘাস শুকিয়ে খাওয়ানো ভালো। আর একদম কচি ঘাস খাওয়ানোর চেয়ে বয়স্ক ঘাস খাওয়ানো উচিত।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবুজ ঘাসে ছেয়ে গেছে প্রতিটি মাঠ। গবাদিপশুর চারণ ভূমিতে পরিণত হয়েছে মাঠগুলো। গত ১ মাস আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে করে গো-খাদ্যের সংকট দেখা দেওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়ে খামারিদের কপালে। একদিকে পানিতে তলিয়ে যাওয়া কাঁচা ঘাসের সংকট অন্যদিকে খড়, গমের ভুসি, ভুট্টা, খৈলসহ অনন্যা খাদ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়। কিন্তু বর্তমানে বন্যার পানি মাঠ থেকে নেমে যাওয়ায় খামারিরা আবারও গবাদিপশুকে কাঁচা ঘাস খাওয়াতে শুরু করায় স্বস্তি ফিরেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের মাঠে খামারি আব্দুর রহিম মনের আনন্দে তাঁর গবাদিপশুগুলোকে মাঠের ঘাস খাওয়াচ্ছেন। বন্যার পানিতে মাঠ তলিয়ে যাওয়ায় গরু লালন পালন করা খুব কষ্ট হয়ে পড়েছিল বলে জানান তিনি। এখন আর মাঠে পানি নেই তাই গরুকে কাঁচা ঘাস খাওয়াতে মাঠে নিয়ে এসেছেন। এতে করে গো-খাদ্যের সংকট অনেক অংশেই কমে গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দিন মুঠোফোনে জানান, উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় তিন হাজার খামার রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় এই সকল খামারিরা তাঁদের গবাদিপশুকে অনেক কষ্টে লালন পালন করেছেন। তবে এখন পানি মাঠ থেকে নেমে যাওয়ায় তাঁরা মাঠের কচি ঘাস খাওয়াতে শুরু করেছেন।
তিনি আরও জানান, রাতে যদি বৃষ্টি হয় পরদিন সকালে কচি ঘাসে সূর্যের আলো পড়লে ওই কচি ঘাসে নাইট্রেট বিষক্রিয়া হতে পারে। সে ক্ষেত্রে ঘাস শুকিয়ে খাওয়ানো ভালো। আর একদম কচি ঘাস খাওয়ানোর চেয়ে বয়স্ক ঘাস খাওয়ানো উচিত।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে