নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে পুকুর, দিঘি ও জলাধার রক্ষা এবং ইতিমধ্যে ভরাট হয়ে যাওয়া পুকুর পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে স্বেচ্ছাসেবী যুব সংগঠন রিফরমেশন কমিউনিটি অব বাংলাদেশ এবং উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে নগরীতে এ কর্মসূচি পালিত হয়।
এতে অংশগ্রহণকারীরা বলেন, রাজশাহী পুকুর-দিঘির শহর। বিগত সময়ে এ শহরের পুকুর-দিঘি, জলাধারগুলো একে একে দখল, ভরাট করা হয়েছে। রাজনৈতিক ছত্র ছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দুষ্কৃতকারীরা পুকুর দখল এবং ভরাট করেছে। একই সঙ্গে নগরীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতেও বিভিন্ন সময় পুকুর-দিঘিগুলোকে জনগণের ব্যবহার অনুপযুক্ত করে রাখা হয়েছে। এসব ভরাটকৃত পুকুর জলাধার পুনরুদ্ধার করতে হবে।
তাঁরা বলেন, এখনো পুকুর ভরাট থামেনি। রাজশাহী নগরের পুকুর, দিঘি ও জলাধার রক্ষায় বিগত সময়ে উচ্চ আদালত যেসব রায় দিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। পুকুর-জলাধারগুলো রক্ষা করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন-শিক্ষার্থী জুলফিকার আলী হায়দার, নাজনীন নাহার নিশা, মো. মোয়াআজ, বারসিকের কর্মকর্তা তহুরা খাতুন লিলি প্রমুখ।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘আমরা খবর পেলেই পুকুর ভরাট বন্ধ করব। আর আইন না মেনে পুকুর ভরাট করা হলে ওই জমি খাস খতিয়ানভুক্ত করা যাবে। এ রকম ব্যবস্থা গ্রহণ শুরু করতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।’
রাজশাহীতে পুকুর, দিঘি ও জলাধার রক্ষা এবং ইতিমধ্যে ভরাট হয়ে যাওয়া পুকুর পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে স্বেচ্ছাসেবী যুব সংগঠন রিফরমেশন কমিউনিটি অব বাংলাদেশ এবং উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে নগরীতে এ কর্মসূচি পালিত হয়।
এতে অংশগ্রহণকারীরা বলেন, রাজশাহী পুকুর-দিঘির শহর। বিগত সময়ে এ শহরের পুকুর-দিঘি, জলাধারগুলো একে একে দখল, ভরাট করা হয়েছে। রাজনৈতিক ছত্র ছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দুষ্কৃতকারীরা পুকুর দখল এবং ভরাট করেছে। একই সঙ্গে নগরীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতেও বিভিন্ন সময় পুকুর-দিঘিগুলোকে জনগণের ব্যবহার অনুপযুক্ত করে রাখা হয়েছে। এসব ভরাটকৃত পুকুর জলাধার পুনরুদ্ধার করতে হবে।
তাঁরা বলেন, এখনো পুকুর ভরাট থামেনি। রাজশাহী নগরের পুকুর, দিঘি ও জলাধার রক্ষায় বিগত সময়ে উচ্চ আদালত যেসব রায় দিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। পুকুর-জলাধারগুলো রক্ষা করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন-শিক্ষার্থী জুলফিকার আলী হায়দার, নাজনীন নাহার নিশা, মো. মোয়াআজ, বারসিকের কর্মকর্তা তহুরা খাতুন লিলি প্রমুখ।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘আমরা খবর পেলেই পুকুর ভরাট বন্ধ করব। আর আইন না মেনে পুকুর ভরাট করা হলে ওই জমি খাস খতিয়ানভুক্ত করা যাবে। এ রকম ব্যবস্থা গ্রহণ শুরু করতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে