ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে ট্রাক্টরের চাপায় ২ নারীর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১৯: ৩১

নাটোরের লালপুরে মাটিবাহী ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও পাঁচজন। আহতেরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুই নারীসহ ভ্যানযাত্রী সবাই উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

আজ শনিবার দুপুরে লালপুর-বিলমাড়িয়া সড়কের থান্দারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালকের সহকারী দুজন কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

নিহতেরা হলেন—মোহরকয়া গ্রামের জলিল খামারির স্ত্রী মোছা. আফিয়া বেগম (৬০) ও মৃত ইনসার আলীর স্ত্রী মোছা. আনজেরা বেগম (৬৫)।

দুর্ঘটনায় আহতেরা হলেন—একই গ্রামের ফুলরুবি বেগম (৪৫), জোসনা বেগম (৪৫), আনোয়ারা বেগম (৭০), চায়না বেগম (৫৫), কালু মণ্ডল (৪০)।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বরাদ্দ ভিজিএফের চাল নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় লালপুর-বিলমাড়িয়া সড়কের মোহরকয়া থান্দারপাড়া নামক স্থানে মাটিবাহী ট্রাক্টর ও ব্যাটারিচালিত মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। আনজেরা বেগমকে গুরুতর অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে বেলা পৌনে ৩টার দিকে পথিমধ্যে বাঘা এলাকায় তাঁর মৃত্যু হয়।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত আফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোছা. আনজেরা বেগমের মৃত্যু হয়েছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুস্থ পরিবারের দুই নারী সরকারি সাহায্যের চাল নিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উদ্‌যাপনের করতে চেয়েছিলেন। কিন্তু অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলে রাস্তায় মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে।’

এ বিষয়ে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত দরিদ্র দুই নারী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বরাদ্দ ভিজিএফের বরাদ্দ চাল নিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁদের এই মৃত্যু দুঃখজনক।’

লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ছাব্বির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। আহতদের উদ্ধার করেছে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।’

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিসহ অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জনতার হাতে আটক দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত