সেই বিধবার গচ্ছিত ২ লাখ টাকা ফেরত দিচ্ছে ডাক বিভাগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজশাহীর তানোর উপজেলার পোস্টমাস্টারের কাছে প্রতারিত হওয়া বিধবা পারুল বেগমকে তাঁর গচ্ছিত ২ লাখ টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে ডাক অধিদপ্তর। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আজ রোববার ঢাকায় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তানোর পোস্ট অফিসে গ্রাহকদের টাকা আত্মসাৎ ঘটনায় করণীয় সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব জানিয়েছে। 

প্রতিমন্ত্রী পলক বলেন, ‘ডাক বিভাগের অল্পসংখ্যক অসৎ কর্মীদের জন্য গোটা ডাক পরিবার ও ডাক পরিবারের সকল সদস্যদের সম্মান আমরা নষ্ট করতে চাই না। তাই ডাক পরিবারের সম্মান অক্ষুণ্ন রাখতে এবং বাংলাদেশের নাগরিকদের কাছে ডাক বিভাগের গ্রহণযোগ্যতা বহাল থাকতে আমাদেরকে এখনই ব্যবস্থা নিতে হবে, অসৎ ও অন্যায়কারীদের প্রতিহত করতে হবে।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, তানোরের পারুল বেগমের কান্না ডাক বিভাগের দায়বদ্ধতার বিষয়। আর কোনো পারুল বেগমের কান্নার কারণ যেন ডাক বিভাগ না হয়, তাই আমাদের এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত